বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তাঁদের নিয়ে একটি বড় খবর প্রকাশ্যে এসেছে। খবর অনুসারে, এই দম্পতি নাকি তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, বলা হচ্ছে যে খুব শীঘ্রই নাকি ভিকি এবং ক্যাটরিনা বাবা-মা হতে চলেছেন। আরও বলা হচ্ছে যে, ক্যাটরিনা এই বছরের অক্টোবর বা নভেম্বর মাসে অর্থাৎ ২০২৫ সালে তাঁর প্রথম সন্তানের জন্ম দেবেন।
আরও পড়ুন: স্বামী-মেয়ে নিয়ে জন্মদিনের কেক কাটলেন ঋষি-কন্যা ঋদ্ধিমা কাপুর! কী বার্তা দিলেন মা নীতু
এনডিটিভির প্রতিবেদনে দম্পতির ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে যে, ক্যাটরিনা কাইফ গর্ভবতী। শুধু তাই নয়, বলা হচ্ছে যে প্রসবের পরে, অভিনেত্রী কাজ থেকে দীর্ঘ বিরতি নেবেন এবং সম্পূর্ণ ভাবে তাঁর সন্তানের উপর মনোনিবেশ করবেন। তবে এখনও এই নিয়ে তারকারা বা তাঁদের পরিবার এবং তাঁদের দু'জনের টিম মুখ খোলেনি।
আরও পড়ুন: আরিয়ান খানের সিরিজ থেকে কাজলের ‘দ্য ট্রায়াল’-সহ আর কী কী এই সপ্তাহে মুক্তি পাবে ওটিটিতে?
আরও পড়ুন: ‘মানুষ আমায় খারাপ অভিনেত্রী বলত…’, আক্ষেপ স্মৃতি ইরানির, ‘পুরুষ অভিনেতারা আমার চেয়ে বেশি টাকা নিত’
তবে এখনও পর্যন্ত ক্যাটরিনা এবং ভিকির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে, ভক্তরা এই দম্পতির কাছ থেকে নিশ্চিত খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। #Katrinakaif এবং #Vicky Kaushal সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রেন্ডও করছে।
আরও পড়ুন: ‘কাহো না প্যায়ার হ্যায়’-এর সঙ্গে সাইয়ারার তুলনা না-পসন্দ আমিশার, কেন জানেন?
ক্যাটরিনা-ভিকি প্রেমের গল্প
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ায় রাজকীয় রীতিতে বিয়ে করেন ক্যাটরিনা এবং ভিকি। তারপর থেকে তাঁদের দু'জনকেই বি-টাউনের 'গোল্ডেন কাপল' বলা হয়। এখন তাঁদের বাবা-মা হওয়ার গুঞ্জন ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: গোপনাঙ্গ দেখিয়ে হেনস্থা সোহা আলি খানকে! ‘সইফ-শর্মিলাজি আছেন’, বললেন নায়িকা
আরও পড়ুন: ‘আমারই ভুল…’, সাফল্যের মাপকাঠিতে দাদা সানির ধারে কাছে নেই ববি! কেন? জবাব আশ্রম অভিনেতার