মাল্টিটাস্কিংয়ে সিদ্ধহস্ত আজকের নারী। সেই দশভূজাদের উৎসর্গ করেই পুজোর আগে হাজির ইমনের নতুন সিঙ্গলস ‘অয়িগিরি নন্দিনী’। এই গান কম্পোজ করেছেন ইমনের স্বামী নীলাঞ্জন ঘোষ। লঞ্চ অনুষ্ঠানেও নজরকাড়া স্বামী-স্ত্রীর রসায়ন।
ইমন চক্রবর্তীর গান নিয়ে আলোচনা তো হয়ই, চর্চায় উঠে আসে তাঁর ব্যক্তিগত জীবনও। দেখতে দেখতে বিয়ের ৪ বছর কাটিয়ে ফেলেছেন ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষ। আর বিয়ের এতগুলো বছর পার করে আসার পর, ভালোবাসা যেন আরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফের ভালোবাসায় মাখা একটি ছবি পোস্ট করলেন ইমন।