গানই তাঁকে পরিচিতি দিয়েছে, তবে গান-চর্চার পাশাপাশি এখন অভিনয়-নাচ সবই চালিয়ে যাচ্ছেন ইমন চক্রবর্তী। এক কথায় টলিপাড়ার ‘অল-রাউন্ডার’ ইমন। স্বামী নীলাঞ্জনের সঙ্গে সদ্যই দ্বিতীয় বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন গায়িকা, চলেছে প্রেম দিবসের উদযাপন। আপতত দম ফেলার ফুরসত নেই ইমনের। সামনেই ‘বসন্ত উৎসব’। শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা।
সোজা কথা সোজাভাবে বলতে কোনওদিনই পিছপা হন না ইমন। এর জেরে বহুবার বিতর্কেও জড়িয়েছেন ‘তুমি যাকে ভালোবাসো’ গায়িকা। কেরিয়ারের প্রাথমিকভাবেই বিরাট সাফল্যের মালিক ইমন। গত বছরেও ‘টাপা টিনি’র মতো ভাইরাল গান দর্শকদের উপহার দিয়েছেন ইমন, তবুও সন্তুষ্ট নন গায়িকা। শিল্পী হিসাবে কেন খুশি নন ইমন চক্রবর্তী?
সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে গায়িকা বলেন, 'যদি অ্যাওয়ার্ড পাওয়ার কথা বলা হয়, তবে অ্যাওয়ার্ডের ঝুলি কিন্তু আমার বেশ ভারি। কিন্তু একজন সঙ্গীতশিল্পী বা পারফর্মার হিসেবে আমি অনেকটাই পিছিয়ে। আমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে'। হাতে একগুচ্ছ প্রোজেক্ট, স্টেজ শো, অভিনয়ের অফার- সবই রয়েছে। তবুও শেখার শেষ নেই। ইমন জানান, ‘এখনও অনেক ভালো গান গাইতে হবে।’ নতুন প্রজন্মের এই প্রতিনিধি বললেন, ‘একটা বড় দায়িত্ব আমার কাঁধে রয়েছে। শুধু আমার নয়, আমরা যারা পারফর্ম করছি,গানবাজনার সঙ্গে যুক্ত, এটা সবার গুরুদায়িত্ব। স্বর্ণযুগ কেউ না বলুক, পাতে না দেওয়ার মতোও যাতে কেউ না বলে।’
প্রতিবারের মতো এবারও লিলুয়ার মীরপাড়া পার্ক ময়দানে বসবে ইমন সঙ্গীত অ্যাকাডেমি' আয়োজিত বসন্তের রঙিন উৎসব। এই বছর ইমনের উৎসবে গান গাইবেন সারেগামাপা-র 'ওয়ান্ডার কিড' স্বর্ণাভ। এছাড়াও থাকবে এবারের বিজয়ী পদ্মপলাশ, থাকবেন রথীজিত ভট্টাচার্য, স্নিগ্ধজিৎ, অঙ্কিতা, রাহুলরা।
আরও পড়ুন-সামনের দাঁত নেই, সাদা গোঁফ, ৫০-এই 'বুড়িয়ে' গেছেন রানির বর! আদিত্যকে চেনা দায়
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)