‘মিঠাই’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। ধারাবাহিকে কাজ করতে করতেই সুযোগ আসে বড় পর্দায় অভিনয় করার। দেবের বিপরীতে প্রধান ছবিতে অভিনয় করার মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করেন অভিনেত্রী। দেব ছাড়াও এই ছবিতে সৌমিতৃষা স্ক্রিন শেয়ার করেছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতাশঙ্কর, সোহম চক্রবর্তী, সাবিত্রী চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিকের মতো তারকাদের সঙ্গে।
তবে এরপর আর কোনও বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি অভিনেত্রীকে। গত বছর ‘কালরাত্রি’ ওয়েব সিরিজের মাধ্যমে ফের ক্যামেরার সামনে এসে দাঁড়ানো অভিনেত্রী। তবে অসম্পূর্ণ এই সিরিজের দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন দর্শকরা।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
দীর্ঘদিন অসুস্থতার জন্য কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন সৌমিতৃষা। নিজেই সে কথা জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে। তবে এবার সেই অসুস্থতা কাটিয়ে জোর কদমে ফিরতে চলেছেন কাজে। পুজোর মধ্যেই আবার দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে।
কিন্তু কোনও ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন তিনি? না এবার আর কোনও ধারাবাহিক নয়, বরং একটি অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ করতে চলেছেন সৌমিতৃষা। বুঝতেই পারছেন, কোন গল্পের কথা বলা হচ্ছে। ঠিকই ধরেছেন, অসম্পূর্ণ ‘কালরাত্রি’ ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বের মাধ্যমে আবার দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
হইচই যে একগুচ্ছ ওয়েব সিরিজ নিয়ে আসছে, সেই তালিকায় রয়েছে সৌমিতৃষা অভিনীত ‘কালরাত্রি’ সিরিজের নামও। নববধূ হয়ে শ্বশুর বাড়িতে ঢুকে যে বিপদের মুখে পড়তে হয়েছিল দেবীকে, সেই রহস্যভেদ হবে এবার। ফাঁস হবে সমস্ত না বলা গল্পের রহস্য। এই ওয়েব সিরিজের মাধ্যমেই এবার আবার দর্শকদের মন জয় করতে আসছেন সৌমিতৃষা।
প্রসঙ্গত, দেবের বিপরীতে প্রধান সিনেমায় অভিনয় করার পর অনেকেই অভিযোগ জানিয়েছিলেন, পর্দার মিঠাই অনেকটাই পাল্টে গিয়েছেন। যদিও সেই অভিযোগের যথাযথ জবাব দিতে দেখা গিয়েছিল তাঁকে। এবার আবার নিজেকে প্রমাণ করার জন্য হইচইয়ের হাত ধরে ফিরতে চলেছেন মিঠাই।