পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি বলেন, ‘ক্রিকেট একটা খেলা, এটাকে রাজনীতি বানাবেন না।’ পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা ম্যাচ পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্তকেও সমর্থন করেছিলেন তিনি। রবিবার দুবাইয়ে এশিয়া কাপের একটি ম্যাচে একতরফাভাবে পাকিস্তানকে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। টসের সময় দুই দলের অধিনায়করা করমর্দন করেননি বা চোখের যোগাযোগও করেননি। ম্যাচ শেষ হওয়ার পর পাকিস্তানি ক্রিকেটাররা ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলেও কোনও ভারতীয় খেলোয়াড় মাঠে আসেননি। ভারত জয়ের পর সোজা ড্রেসিংরুমে যান অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিবম দুবে। পাকিস্তানি দল যখন করমর্দন করার জন্য মাঠে অপেক্ষা করছিল, তখন ভারতের সাপোর্ট স্টাফদের ড্রেসিংরুমের দরজা বন্ধ করতে দেখা যায়।
শোয়েব বলেন, 'এই আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কী বলা উচিত, সেটা আমি জানি না। ভারতীয় ক্রিকেট দলকে প্রণাম করছি। ভালো করেছ। কিন্তু, ক্রিকেট খেলার সঙ্গে রাজনীতিকে মিশিয়ে গুলিয়ে ফেলো না। দুটো দেশের মধ্যে ক্রিকেট ম্য়াচ আয়োজন করা হয়েছে। আমরা তোমাদের সম্পর্কে কত ভাল-ভাল কথা বলছি। তোমরাও হাত মেলাও। এটা কোনও বড় ব্যাপার নয়। এটা ক্রিকেট খেলা। আরও বড় মনের পরিচয় দাও। লড়াই-ঝগড়া তো হতেই পারে। নিজেদের পরিবারেও তো ঝামেলা হয়। কিন্তু, সেটা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তার মানে এটা নয় যে হাত মেলাব না। এমনটা একেবারেই উচিত নয়। সলমন আলি আগা ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে না গিয়ে ভালো করেছে, বেশ করেছে। একেবারেই সঠিক সিদ্ধান্ত।'
উল্লেখ্য রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে ভারতের কাছে রীতিমত উড়ে গিয়েছে পাকিস্তান। সাত উইকেটে জয়ের পরে টিম ইন্ডিয়া প্রতিপক্ষের সাথে হাত মেলাতে অস্বীকার করে আবার। এরপরে পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। ম্যাচের আগে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আঘার সঙ্গে করমর্দন করেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। আঘাও হাত মেলানোর কোনও উদ্যোগ নেননি সেই সময় এবং টসের পর দুজনেই নিজ নিজ ড্রেসিংরুমে ফিরে যান। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক ও খেলোয়াড়রা। ম্যাচ শেষ কমর্দনের জন্য পাকিস্তানিরা অপেক্ষা করলেও সূর্যকুমার যাদব ও শিবম দুবে সোজা ড্রেসিংরুমে চলে যান।