‘আলোর কোলে’, ‘মেয়েবেলা’, ‘খেলাঘর’, ‘রাজা রানি রোমিও’ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন স্বীকৃতি মজুমদার। ছোট পর্দার ভীষণ জনপ্রিয় একটি মুখ তিনি। অভিনয় জগতে জনপ্রিয়তা অর্জন করার পর এবার প্রযোজকের ভূমিকায় দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে।
তবে তিনি একা প্রযোজকের আসনে বসছেন না, জয়দীপ বন্দ্যোপাধ্যায় এবং গায়ক তথা সুরকার প্রাঞ্জল দাসের সঙ্গে যৌথভাবে একটি সিরিজ প্রযোজনা করতে চলেছেন তিনি। জয়দীপ এবং প্রাঞ্জল এর প্রযোজনা সংস্থা ইস্ট ইন্ডিয়া টকিজের এটি প্রথম প্রযোজিত সিরিজ হতে চলেছে। জমজমাট থ্রিলার ঘরানা এই সিরিজ দেখতে পাওয়া যাবে কোন ওটিটি প্ল্যাটফর্মে?
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
জি ফাইভ এবং বুলেট অ্যাপের ভারটিকাল মাইক্রো সিরিজের অন্যতম সিরিজ হতে চলেছে এই আসন্ন সিরিজটি। যদিও নাম এখনও ঠিক করা হয়নি। তবে এই সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ। চিত্রনাট্যকার সৌভিক কুন্ডু। গান এবং আবহ সঙ্গীতের দায়িত্ব রয়েছেন প্রাঞ্জল দাস। ক্যামেরার পেছনে থাকবেন অঙ্কিত সেনগুপ্ত, এডিটেড দায়িত্বে রয়েছেন বনমালী।
টানটান উত্তেজনার এই সিরিজের প্রতিটি পরতে থাকবে রহস্য। গল্পের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌম্য বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, দেবপর্ণা পাল চৌধুরী এবং নবাগতা পুজিতাকে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, পূজিতা হলেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়ের কন্যা।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিংয়ের কাজ। বিগত বেশ কয়েকটি মাইক্রো সিরিজের মতো রিলের আকারে কয়েক মিনিটেই শেষ হয়ে যাবে এক একটি পর্ব। যেহেতু এখন মানুষের রিলের প্রতি আকর্ষণ অতিরিক্ত বেশি তাই ছোট ছোট আকারেই একাকী পর্ব দেখানো হচ্ছে যাতে সিরিজের প্রতি দর্শকদের আকর্ষণ আরও বেশি বেড়ে যায়। আপাতত এই নতুন মাইক্রো সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।