অভিনেত্রী মানসী সেনগুপ্ত চলতি বছরের ১৯ মার্চ বুধবার সকালে মা হওয়ার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। দ্বিতীয়বারের জন্য মা হন তিনি। মেয়ের পর ছেলে হয় অভিনেত্রীর। দেখতে দেখতে ৬ মাস হয়ে গেল। আজ খুদের অন্নপ্রাশন। তবে তার আগে তাকে হলুদ মাখিয়ে স্নান করানোর রীতি রয়েছে। গায়ে হলুদের আগে মায়ের আদরের ফড়িং বাবু কেমন সাজলো? তার ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন নায়িকা।
আরও পড়ুন: ‘খেলা হল খেলা, সে সম্পর্ক যেমনই হোক না কেন…’! ভারত-পাক ম্যাচ নিয়ে জায়েদ খান
মানসী রবিবার একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যায় একরত্তি সোনার চেন, সোনার বালা, আংটি তে সেজে উঠেছে। ভিডিয়োর শুরুতেই দেখা যায় তাঁকে স্যান্ডো গেঞ্জি পরানো হচ্ছে। তারপর দেখা যায় নীল সাদা রঙের একটা ধুতি পরছে। সবাই মিলে তাঁকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন: ভারতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের 'আবির গুলাল' মুক্তি পাবে না? প্রকাশ্যে বড় তথ্য
প্রসঙ্গত, গত মার্চে শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন মানসী সেনগুপ্ত। মেয়ের কোলে ছেলে হওয়ায় স্বভাবতই খুশি অভিনেত্রীর স্বামী ও পরিবার। সেদিনই ভাইকে দেখতে বাবার সঙ্গে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মানসীর মেয়ে তুহু।
এরপর ছেলে কোলে বাড়ি ফেরার পর থেকে সোশ্যাল মিডিয়ার পাতায় প্রতিমুহূর্তের আপডেট শেয়ার করতে দেখা যায় মানসীকে। ইতিমধ্যেই তিনি 'রাণী ভবানী' ধারাবাহিকে কাজও শুরু করেছেন। তাছাড়াও তিনি ভ্লগ বানান। সেই ভ্লগেই দেখা যায় মাঝে মধ্যেই রাইমা-সহ অন্যান্য বোন, ছেলে-মেয়ে সকলকে নিয়ে শপিং-এ যান। তাছাড়াও মাঝে মাঝেই তাঁরা রেস্তোরাঁয় খেতে যান। শেষ কিছুদিন ধরে মানসী তাঁর 'ফড়িং বাবু' অর্থাৎ তাঁর ছেলের অন্নপ্রাশনের আয়োজনে ব্যস্ত ছিলেন। সেই প্রস্তুতিরও নানা ঝলক দেখা যায়।
আরও পড়ুন: বাড়িতে গুলি চলার ঘটনার পর এই প্রথম সবার সামনে এলেন দিশা! তাঁর তারকা বন্ধুরা কে কী বললেন?
উল্লেখ্য, নায়িকা তাঁর ছেলের প্রথম ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ছেলের ভালো নাম ও ডাক নাম দুই অনুরাগীদের জানান। তিনি ছবিটি পোস্ট করে লেখেন, এই মানুষটির সঙ্গে আলাপ করুন। আমি আমার অধ্যায় সেনগুপ্তর (গোল্লা) প্রেমে পড়েছি ....আমার জীবনের শেষ প্রেম।'