বছরের অন্যতম প্রত্যাশিত ম্যাচ, এশিয়া কাপ ২০২৫-এ ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে, গোটা দেশ মোটামুটি দু ভাগে বিভক্ত। একাংশ খোলাখুলিভাবে ম্যাচ বয়কটের ডাক দিয়েছে। আরেকাংশের মতে, খেলাকে ভারত-পাকিস্তানের সমস্যার মধ্যে না ঢোকানোই ভালো।
এরই মাঝে অভিনেতা জায়েদ খান ভারতীয় দলক পুরোপুরি সমর্থন করেছেন। পহেলগাঁও হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলেও, তিনি নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রতি আস্থা প্রকাশ করেছেন। ‘আমি মনে করি ভারত ম্যাচ জিতে যাবে। আমার মনে হয় ভারত খুব ভালো দল এবং আমার মনে হয় ১০০% ভারত জিতবে।’, বলেন জায়েদ খান।
দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মাঝে ম্যাচ খেলা উচিত কি না সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘কেন না? খেলা হল খেলা, সে সম্পর্ক যেমনই হোক না কেন।’ এশিয়া কাপে সূর্যকুমার যাদবের অধিনায়কত্বেও পুরোপুরি বিশ্বাস রাখেন জাভেদ এবং বলেন, ‘এসকেওয়াই এত ভালো ব্যাটসম্যান। তার আইপিএলেরও অভিজ্ঞতা আছে। সে একজন ভালো অধিনায়ক হতে পারে। নতুন প্রজন্মকেও দায়িত্ব নিতে হবে। তাদের নিতে দিন।’
দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে নয় উইকেটের জয়ের সঙ্গে এশিয়া কাপ অভিযান শুরু করেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে সংযুক্ত আরব আমিরাতকে আউট করার পর, চ্যাম্পিয়নরা সহজেই লক্ষ্য অর্জন করে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার রাত ৮ টায় ভারত বনাম পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে সূর্যকুমার যাদব প্রথমবারের মতো তাদের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ভারতের অধিনায়কত্ব করবেন। টুর্নামেন্ট কেমন চলে, তার উপর নির্ভর করে দুটি দল তিনবার পর্যন্ত মুখোমুখি হতে পারে, যার মধ্যে রয়েছে সম্ভাব্য ফাইনাল।