পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান এবং বাণী কাপুর অভিনীত ছবি 'আবির গুলাল' ভারতে মুক্তি পাবে না। ২২শে এপ্রিল ভারতের পাহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর এই ছবিটির মুক্তি ভারতে আটকে যায়। ভারতীয় প্রেক্ষাগৃহে এর মুক্তির তারিখ ছিল ৯ মে। জনসাধারণের অনুভূতি এবং রাজনৈতিক কারণে, প্রথমে এর মুক্তি স্থগিত করা হয়েছিল। তারপর ১২ সেপ্টেম্বর এটা ভারত ছাড়াও বিশ্বব্যাপী মুক্তি পায়। তারপর শোনা যায় এটা ২৬ সেপ্টেম্বর ভারতে মুক্তি পাবে। কিন্তু পিআইবির একটি প্রতিবেদন অনুসারে, এই ছবিটা ভারতে মুক্তি পাবে না।
আরও পড়ুন: 'আমরা সনাতনী, এটা ষড়যন্ত্র...', খুশবুর হয়ে কথা বললেন দিশা পাটানির বাবা
আবির গুলাল' এখন মুক্তি পাবে না
প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এর অফিসিয়াল X হ্যান্ডেল ভারতে ‘আবীর গুলাল’ মুক্তির বিষয়ে একটি নতুন ট্যুইট পোস্ট করেছে। এই পোস্টে, ভারতে ‘আবীর গুলাল’-এর নতুন মুক্তির তারিখ উল্লেখ করে প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। স্ক্রিনশটটি শেয়ার করে PIB লিখেছে, 'অনেক সংবাদমাধ্যম দাবি করছে যে, ফাওয়াদ খান এবং বাণী কাপুরের ছবি আবীর গুলাল' ২৬ সেপ্টেম্বর ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর কোনও সত্যতা নেই। ছবিটি এমন কোনও ছাড়পত্র পায়নি।'
আরও পড়ুন: জমজমাট শুভশ্রী পুত্রের জন্মদিনের পার্টি, রইল বিশেষ দিনের কিছু মিষ্টি ছবির ঝলক
আরও পড়ুন: 'নিজের ভুলেই সব…', সুযোগ পেয়েও কীভাবে শ্রেয়সের হাতছাড়া হয়ে যায় ‘জলি এলএলবি’?
ছবিটির গানগুলি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে
প্রসঙ্গত, পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তা পর্যন্ত এই ছবির মুক্তি বন্ধের দাবি ওঠে। এদিকে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)ও পাকিস্তানি অভিনেতাদের উপর নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করে। এরপর FWICE সমস্ত পাকিস্তানি অভিনেতা, গায়ক এবং টেকনিশিয়ানদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে। ছবিটির সঙ্গীত অধিকার সারেগামার কাছে থাকা সত্ত্বেও, এর সমস্ত গান ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: এবার দুর্গা প্যান্ডেলে স্বস্তিকার ইয়াবড় মূর্তি, ছবি শেয়ার নায়িকার! কোথায় গেলে দেখতে পাবেন?