‘জলি এলএলবি’ ছবিতে আরশাদ ওয়ার্শির চরিত্র ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল। অন্যান্যদের মতো বলি অভিনেতা শ্রেয়স তালপাড়েও এই সিনেমার একজন গুণমুগ্ধ ভক্ত ছিলেন। কিন্তু জানলে হয়তো অবাক হয়ে যাবেন, যে সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অভিনেতা, সেই সিনেমাই ভুলবশত প্রত্যাখ্যান করেছিলেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘জলি এলএলবি’ সিনেমার কথা উল্লেখ করে শ্রেয়স বলেন, ‘আমার মনে আছে পরিচালক সুভাষ কাপুরের সঙ্গে যখন আমার দেখা হয়েছিল, তখন উনি আমাকে এটি গল্প বলেছিলেন। কিন্তু তখন অন্যান্য প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলাম বলে সেই কাজ নিয়ে আর পরবর্তীকালে কথা হয়নি। ২০১৩ সালে যখন ‘জলি এলএলবি’ মুক্তি পায় তখন আমি পরিচালককে অভিনন্দন জানানোর জন্য ফোন করেছিলাম।’
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
অভিনেতা বলেন, ‘আমি যখন সুভাষজিকে বলি, আপনি একটি অসাধারণ ছবি তৈরি করেছেন। দুর্দান্ত কাজ হয়েছে এই ছবিতে, তখন উনি আমাকে বলেন, এই সিনেমার কথাই তো তোমাকে বলেছিলাম। এই ছবির গল্প নিয়েই তো তোমার কাছে গিয়েছিলাম। তোমার মনে নেই?’
অনুশোচনার সুরে শ্রেয়স বলেন, ‘আমি যখন ওঁকে বলি যে আপনার সঙ্গে দেখা হওয়ার কথা আমার মনে আছে কিন্তু এটি কিন্তু সেই ছবি নয়। তখন উনি আমায় বলেন, ওটাই জলি ছিল। গল্পে কিছু কিছু পরিবর্তন এনেছি, কিন্তু মূল গল্প ওটাই আছে যার তোমার কাছে আমি নিয়ে গিয়েছিলাম।’
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
দুর্ভাগ্যবশত নিজের দোষেই ‘জলি এলএলবি’ ছবিতে কাজ করার সুযোগ হারিয়েছিলেন শ্রেয়স। যদিও তিনি বলেন, ‘আরশাদ জগদীশ ত্যাগীর ভূমিকা অসাধারণ কাজ করেছেন। কখনও কখনও এমন ঘটে থাকে। আপনি হয়তো কোন ছবির জন্য না বলে দেন, পরবর্তীকালে সেই ছবির জন্য দর্শকদের প্রতিক্রিয়া দেখে আপনার অনুশোচনা হয়। কিন্তু আমার ব্যাপারটা একেবারেই অন্য ছিল। আমি না বুঝেই ‘না’ বলে দিয়েছিলাম। নিজের দোষেই সুযোগ হারিয়েছি।’
প্রসঙ্গত, ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জলি এলএলবি’ একটি কোটরুম ড্রামা। এই সিনেমায় আরশাদ ছাড়া অভিনয় করেছিলেন বোমান ইরানি। বিচারকের ভূমিকা অভিনয় করেছিলেন সৌরভ শুক্লা। অভিনয় করেছিলেন অমৃতা রাও, সঞ্জয় মিশ্র সহ আরও অনেকে।