২০২৫ সালে উৎসবের মরশুমে একাধিক রাজযোগে কপাল খুলতে চলেছে বহু রাশির। আসছে নীচভঙ্গ রাজযোগ। এই রাজযোগের ফলে মকর, মীন, সহ একঝাঁক রাশির ভাগ্য খুলবে। কার কপালে কী রয়েছে? কবে রয়েছে এই নীচভঙ্গ যোগ? দেখে নিন রাশিফলে।
মকর
সূর্য ও বুধের বিশেষ অবস্থানে তৈরি নিচভঙ্গ যোগ আপনাদের ভাগ্যে নানান ভাবে লাভ নিয়ে আসবে।নিজের কাজে আসবে মানসিক দৃঢ়তা। নিজের ওপর আত্মবিশ্বাস হু হু করে বাড়বে। কোনও আটকে থাকা কাজ ফের শুরু করতে পারেন। অনেকের কাছে চাকরির নতুন সুযোগ আসতে পারে বলে জ্যোতিষমত। কোনও সরকারে পরিকল্পনা বা প্রকল্প থেকে লাভ পেতে পারেন। কর্মস্থানে বস-র পুরো সহযোগিতা পেতে পারেন।
মীন
কোনও গোপন টাকাকড়ি পেতে পারেন হাতে। কেরিয়ারে বদল আসতে পারে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। তবে নতুন চাকরির সুযোগ আসলে, বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। হঠাৎ করে টাকাকড়ি আসতে পারে ভাগ্যে। অনেক ধরনের আনন্দ খুশিতে জীবন ভরে উঠতে পারে। গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িতরা লাভ পেতে পারেন। জাতক জাতিকাদের এই সময় নতুন কোনও অভিজ্ঞতা হতে পারে। সরকারি কোনও কাজ থেকে বাধা দূর হতে পারে। সতর্কতার সঙ্গে সাবধানতার সঙ্গে কাজ করতে পারেন।
কর্কট
ঘরে সুখ শান্তি বজায় থাকবে। নীচভঙ্গের সঙ্গে বুধাদিত্য যোগের নির্মাণের ফলেও লাভ হতে পারে। নানান রকমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। গৃহস্থ জীবনে আসা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে। লগ্নিতে ভালো লাভ হবে। হঠাৎ করে হাতে আসতে পারে টাকা। পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক কাটবে। দীর্ঘ দিন ধরে যে কাজ করতে চাইছেন, তাতে এবার সাফল্য পাবেন।
কবে হবে নীচভঙ্গ যোগ?
১৭ অক্টোবর, সূর্য দুপুর ১ টা ৩৬ মিনিটে সূর্য কন্যা রাশি থেকে বেরিয়ে প্রবেশ করবে তুলা রাশিতে। সেখানে আগে থেকেই থাকবেন বুধ। বুধ ও সূর্যের যুতিতে তৈরি হবে বুধাদিত্য যোগ। এদিকে, সূর্য তাঁর নিচস্থ রাশিতে প্রবেশ করে শুভ গ্রহের সঙ্গে যুতি তৈরি করছেন বলে তৈরি হবে নীচভঙ্গ যোগ।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )