পহেলগাঁও হানার রক্তাক্ত অধ্যায়কে মনে রেখে গতকাল এশিয়া কাপের ভারত বনাম পাকিস্তানের ম্যাচের বিরোধিতার সুর চড়া হয় দেশের নানান প্রান্ত থেকে। ডাক দেওয়া হয় ম্যাচ বয়কটের। সেই দুবাইতে আয়োজিত সেই টি২০ ম্যাচে হেলায় পাকিস্তানকে হারিয়ে জয় দখলে রাখে সূর্যকুমার যাদবের ভারতীয় টিম। ম্যাচ হারার পর এবার ‘বয়কট’র ডাক নয়, বরং এশিয়া কাপ ‘বয়কট’র হুমকি এল পাকিস্তানের থেকে! হুঁশিয়ারি সোজা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)। এই আইসিসির চেয়ারম্যান এখন বিসিসিআই-র প্রাক্তন সচিব জয় শাহ! যিনি সম্পর্কে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র।
গোটা ঘটনার সূত্রপাত, ম্যাচে হ্যান্ডশেক না হওয়া নিয়ে। ১৪ সেপ্টেম্বর ২০২৫-এ রবিবার দুবাইয়ের স্টেডিয়ামে ম্যাচের আগে টস হওয়ার সময় ভারত অধিনায়ক ও পাকিস্তান অধিনায়ককে করমর্দন (হ্যান্ডশেক) করতে দেখা যায়নি। এরপর ম্যাচে হেলায় পাকিস্তানকে হারিয়ে সূর্যকুমার যাদব জয়সূচক শট হাঁকিয়েই শিবম দুবের সঙ্গে সোজা প্যাভিলিয়নের দিকে হাঁটতে থাকেন। ম্যাচ শেষে মাঠে থাকা পাক ক্রিকেটারদের সঙ্গে তখন ভারতীয় ক্রিকেটারদের করমর্দন হতে দেখা যায়নি। পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে অপেক্ষা করলেও, ভারত ড্রেসিং রুমের দরজা মুখোর ওপর বন্ধ করে দেয়! ক্ষোভে ফুঁসে উঠে আইসিসির কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছে পাক টিম। ভারতীয় দল হ্যান্ডশেক না করায় সূর্যদের বিরুদ্ধে ম্যাচ রেফারি পাইক্রফ্টের কোনও পদক্ষেপ না করায় তাঁর অপসারণ দাবি করে আইসিসির দ্বারস্থ হয়েছে পাকিস্তান। এই পাকিস্তানের ক্রিকেট বোর্ড বা পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও চেয়ারম্যান। এবার আইসিসিকে পাকিস্তানের হুমকি, তাঁদের দাবি না মানা হলে এশিয়া কাপ থেকে দল তুলে নেবে পাকিস্তান।
ঘটনা এখানেই শেষ নয়। হ্যান্ডশেক বিতর্কে আরও জল গড়িয়েছে। পাকিস্তান, এই নিয়ে ক্ষোভের বশে পাক ক্রিকেট বোর্ডেরই এক কর্তাকে সাসপেন্ড করেছে, A Sports-এ এমনই প্রতিবেদন উঠে আলসে। পিসিবির ‘ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট’ উসমান ওয়ালাহাকে সাসপেন্ড করেছে পিসিবি। অভিযোগ, রবিবারের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানাতে দেরি করেছিলেন উসমান, কেন এই দেরি? এই প্রশ্ন তুলেই তাঁকে পদ থেকে সাসপেন্ড করেছে পিসিবি।