দুর্গাপুজো কড়া নাড়ছে দোরগোড়ায়। আর বাঙালি বরাবরই বেশ ইমোশনাল দুর্গাপুজো নিয়ে। হবে না-ই বা কেন, সারা বছর যে চলে অপেক্ষা। তবে ভাবুন তো আপনি কোথাও ঠাকুর দেখতে গিয়ে দেখলেন আপনার পছন্দের কোনো নায়ক-নায়িকার বড় মূর্তিই এবারের দুর্গা মণ্ডপ। কেমন লাগবে আপনার?
এরকমই একটা ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। দেখা গেল বাঁশ দিয়ে প্যান্ডেলের কাঠামো তৈরি হচ্ছে। আর সেখানে স্বস্তিকার বেশ বড় একটা মূর্তি। নিশ্চয়ই এতক্ষণে ভাবতে শুরু করেছেন, কোথায় গেলে দেখা মিলবে? আসলে এ সবই AI-এর কারসাজি। আর কোনো এক অনুরাগী স্বস্তিকার এমন ফোটো শেয়ার করে নেন তাঁর সঙ্গে। আর সেটাই নিজের ফেসবুকে পোস্ট তাঁর।
একটুও রাগ করেননি! বরং ব্যাপারটা যে বেশ উপভোগ করেছেন তা ক্যাপশন থেকেই স্পষ্ট। লেখা হয়েছে, ‘একজন আমাকে এটা পাঠিয়েছে। হেসে মরে যাচ্ছি তখন থেকে।পুজো আসছে বলে কথা!’ সঙ্গে আরও জোড়েন যে তিনি খুব খুশি যে তাঁর পছন্দের লাল-সাদা শাড়িই এই এডিটেড ফোটোয় পরানো হয়েছে।
স্বস্তিকার এক অনুরাগী এই পোস্টে মন্তব্য করেন, ‘আপনি সবকিছুই এত সুন্দর স্পোর্টিংলি নিতে পারেন, এটা খুব বড় ও দুর্লভ গুণ, এই অসহিষ্ণু সমাজে!’ দেখুন স্বস্তিকার সেই পোস্ট-
সম্প্রতি স্বস্তিকা মুখোপাধ্যায়ের সিনেমা শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে। ১৪ সেপ্টেম্বর দেখানো হবে আমেরিকার ম্যাট্রিক্স ক্লাবে। অভিজিৎ শ্রীদাস পরিচালিত 'বিজয়ার পরে'-তে আরও কাজ করেছেন মমতা শঙ্কর। নিজেই পোস্ট করে সকলের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন স্বস্তিকা।