১২ সেপ্টেম্বর পাঁচ বছরে পা রাখল ছোট্ট ইউভান। একেবারে করোনা লকডাউনের সময় রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোলে আসে তাঁদের প্রথম সন্তান। ছেলের নাম রাখেন তাঁরা ইউভান। জন্মের পর থেকেই কিন্তু ইউভানের জনপ্রিয়তা খুব ইর্ষণীয়। অনেকটা বলিউডের তৈমুর-রাহাদের মতো। মা-বাবাও ছেলের বেড়ে ওঠার নানা মুহূর্ত ভাগ করে নিতেন সোশ্যাল মিডিয়ায়।
তা কেমন হল ইউভানের বার্থ ডে পার্টি? জন্মদিন থাকলেও স্কুল কামাই করেনি সে। দ্য হেরিটেজ স্কুলের ছাত্র ইউভান। আর রাতে বন্ধু-বান্ধব, পরিবার নিয়ে আয়োজন হয়েছিল ছোট্ট একটা পার্টির। আর তার থিম ছিল ‘সোনিক’। ছেলের অ্যাভেঞ্জার ভীষণ প্রিয়, তাই তার মতো করেই সব আয়োজন হয়েছিল।
আর থিমের সঙ্গে তাল মিলিয়েই ছিল ইউানের পোশাক। কালো বর্ডার দেওয়া সাদা গোল গলার গেঞ্জি সঙ্গে কালো প্যান্ড। দাদার জন্মদিনে এসেছিল ইয়ালিনিও। একই রঙের পোশাক পরে। নীল-লাল-সোনালিতে একটি থ্রি টায়ার বার্থ ডে কেক কাটে ইউভান। মেয়েকে কোলে নিয়ে হাত লাগান শুভশ্রীও, ছিলেন রাজও।
রাজ নিজেও ছেলের জন্মদিন উদযাপনের ছবি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে। সঙ্গে গানের লাইন, ‘তু মেরা দিল, তু মেরি জান’। পরিচালক-তৃণমূল বিধায়ক এদিন এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ইউভান স্কুলে যেতে খুব ভালোবাসে। তাই জন্মদিনের দিনও সে স্কুল গিয়েছে। আর সঙ্গে সব বন্ধুদের জন্য নিয়ে গিয়েছে বিশেষ উপহার। একইভাবে দাদার জন্মদিন নিয়ে বেশ উত্তেজিত ছিল দু বছরের ইয়ালিনিও। এখন সে অনেকটাই বোঝদার। আধো আধো স্বরে তার কথা বলা চুটিয়ে উপভোগ করে নেটপাড়া। দাদাকে হ্যাপি বার্থ ডে উইশও করেছে সে।
২০১৮ সালে বাওয়ালির রাজবাড়িতে বিয়েটা করেন রাজ ও শুভশ্রী। এরপর ২০২০ সালে আসে তাঁদের প্রথম সন্তান ইউভান। আর মেয়ের জন্ম ২০২৩ সালে। দাদার সঙ্গে নাম মিলিয়েই নাম রাখা হয়েছে ইয়ালিনি।