মালদহের রেল যোগাযোগ ব্যবস্থার মুকুটে জুড়ল আরও এক নতুন পালক।রাজধানী এক্সপ্রেসের স্টপেজ পেল মালদহ টাউন। রবিবার মালদহে আনুষ্ঠানিক ভাবে শুভারম্ভ হল সাইরাং-আনন্দ বিহারগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজের। উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিক সূচনা করেন।
আরও পড়ুন-দক্ষিণেশ্বর-কাণ্ডে নড়ল টনক! মেট্রোয় যাত্রী সুরক্ষায় বাড়তি নজর, কী কী সিদ্ধান্ত?
বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, সমাজসেবী নীলাঞ্জন দাস-সহ রেল প্রশাসনের আধিকারিকরা। মালদহ আগেই পেয়েছে তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ। এবার দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেন হিসেবে মিজোরামের সায়রং থেকে নিউ দিল্লিগামী আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল মালদহ। মালদহবাসীকে দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, ‘মালদহবাসী তথা উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য অত্যন্ত সুখবর এটি। এর ফলে উত্তরবঙ্গের মানুষের জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে। এর জন্য বিশেষ ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমরা বর্তমানে দুটি রাজধানী এক্সপ্রেসের স্টপেজ পেয়েছি মালদহ।’
আরও পড়ুন-দক্ষিণেশ্বর-কাণ্ডে নড়ল টনক! মেট্রোয় যাত্রী সুরক্ষায় বাড়তি নজর, কী কী সিদ্ধান্ত?
তবে নিয়মিত সায়রং-আনন্দ বিহার (টি) রাজধানী এক্সপ্রেস (২০৫০৭) পরিষেবা চালু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। সপ্তাহে প্রতি শনিবার বিকেল ৩:০০ মিনিটে মালদহ টাউন স্টেশন থেকে ছাড়বে এই ট্রেনটি। এরপর দিল্লির আনন্দ বিহার টার্মিনালে পৌঁছবে পরেরদিন রবিবার সকাল ১০:৫০ মিনিটে।অন্যদিকে, ট্রেন নম্বর (২০৫০৮) আনন্দ বিহার (টি)-সায়রং পরিষেবা চালু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। প্রতি রবিবার রাত ৭ঃ৫০ মিনিটে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে ছেড়ে পরের দিন সোমবার বিকেল ৪:১৫ মিনিটে এসে পৌঁছবে মালদহ টাউন স্টেশনে। নতুন এই পরিষেবার ফলে মালদহবাসীর যাতায়াতের ক্ষেত্রে বেশ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যাঁরা দিল্লি বা উত্তর ভারতের দিকে যাতায়াত করেন, তাঁদের কাছে এটি স্বস্তির খবর। এই ট্রেনের স্টপেজ মালদহ রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তুলবে এবং অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য, ভারতীয় রেল প্রায় ছ’বছরের ব্যবধানের পর একটি নতুন রাজধানী এক্সপ্রেস ট্রেন চালু করতে চলেছে। এই নতুন ট্রেনটি মিজোরামের আইজল থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত চলবে। এটি হবে দেশের ২৬ তম রাজধানী এক্সপ্রেস। নতুন সাইরাং-আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস সপ্তাহে তিন দিন চলবে। মিজোরাম প্রথম বারের মতো দিল্লির সঙ্গে সরাসরি ট্রেন পরিষেবা পাবে।