১৭ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। আর এই দিনেই ভারতীয় দীর্ঘায়ু কামনা করে একগুচ্ছ স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ‘সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান’-এর পাশাপাশি পুষ্টি মাস নিয়েও তাঁর মুখে শোনা যাবে গুরুত্বপূর্ণ বক্তব্য। গোড়া থেকেই স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছেন মোদী। তাঁর সরকারের আমলে একাধিক স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প ঘোষণা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিমা সংক্রান্ত ঘোষণাও। এবার নিজের ৭৫তম জন্মবার্ষিকীতে স্বাস্থ্যের নয়া প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
আরও পড়ুন - যাদবপুরকাণ্ডে FIR দায়ের করলেন মৃতার বাবা, সন্দেহের তালিকায় কারা? কার নামে অভিযোগ
কী পরামর্শ মোদীর
স্বাস্থ্য নিয়ে নানা সময় মুখ খুলেছেন দেশের প্রধানমন্ত্রী। বেশি ওজন তথা ওবেসিটি এখন আট থেকে আশি সকলেরই সমস্যা। মন কি বাতের একটি অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে প্রতি মাসে ১০ শতাংশ কম তেল ব্যবহার করবেন। রান্নার সময় ১০ শতাংশ কম তেল ব্যবহার করার সিদ্ধান্ত নিন। এটি ওজন কমানোর দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
৭৫তম জন্মদিনের সংকল্প
৭৫তম জন্মদিনে দেশের প্রধানমন্ত্রী নারী ও শিশুদের স্বাস্থ্য জোরদার করার লক্ষ্য ঘোষণা করেছেন। তাই এবারের প্রকল্প ‘সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান’। এই অভিযান মূলত নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা প্রদানে বেশি গুরুত্ব দেয়। এছাড়াও, এনসিডির স্ক্রিনিং, রক্তাল্পতা প্রতিরোধ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য গুরুত্ব পাবে এই প্রকল্পে।
আরও পড়ুন - মার্কিন মুলুকের বহু রাজ্যে স্টারলিংক ডাউন! হাই স্পিড ডেটা কই? কী অভিযোগ ইউজারদের
মোদী জমানায় নানা স্বাস্থ্য প্রকল্প
মানসিক স্বাস্থ্য থেকে পুষ্টি, স্বাস্থ্যের নানা দিকে নজর রেখেছে মোদী সরকার। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ও এই নিয়ে সচেতনতা বাড়াতে টেলি মানস হেল্পলাইন চালু করা হয়েছে। টেলিমানস হেল্পলাইনে বিনামূল্যে ফোন করে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ চাওয়া যায়। এছাড়াও, স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ফিট ইন্ডিয়া মুভমেন্ট, মিশন ইন্দ্রধনুষ, জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশন, প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালিসিস কর্মসূচি, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মতো নানা প্রকল্প।
অনুপ্রবেশেও মা-বোনদের নিরাপত্তা প্রসঙ্গ
প্রসঙ্গত, সোমবারও বিহারের ভাষণে মোদী মা বোনের সুরক্ষার প্রসঙ্গ তোলেন। অনুপ্রবেশকারীদের সঙ্গে তাঁদের সুরক্ষার কথা জুড়ে দিয়ে মোদী বলেন, ‘আজ, সীমান্তবর্তী এলাকা এবং পূর্ব ভারতে অনুপ্রবেশকারীদের কারণে একটি বিশাল জনসংখ্যার সংকট দেখা দিয়েছে। বিহার, বাংলা, আসাম এবং অনেক রাজ্যের মানুষ তাদের বোন ও মেয়েদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।’ কংগ্রেস আর আরজেডিদের তাক করে তিনি বলেন, ‘আজ এই পূর্ণিয়া থেকে আমি মানুষদের কাছে একটি কথা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে চাই। আরজেডি এবং কংগ্রেসের লোকেরা খোলা কানে আমার কথা শুনুন। যে-ই অনুপ্রবেশকারী হোক না কেন, তাকে চলে যেতে হবে। অনুপ্রবেশ বন্ধ করা এনডিএ-র দৃঢ় দায়িত্ব।’