এই মুহূর্তে সবথেকে চর্চিত এবং জনপ্রিয় জুটি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের জুটি। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভিডিয়ো পোস্ট করে থাকেন অভিনেত্রী। কখনও স্বামীকে নিয়ে খুনসুটি, কখনও আবার মেয়েকে দেখা যায় সেই ভিডিয়োগুলিতে। তবে এবার স্বামীর বিরুদ্ধে একটি বড়সড় অভিযোগ নিয়ে এলেন শ্রীময়ী চট্টরাজ।
ভিডিয়োর শুরুতেই শ্রীময়ী বলেন, ‘আজকে আমার ভীষণ মন খারাপ। অনেকদিন ধরে চাইছি একটা ভালোভাবে ব্লগ শুরু করতে। কিন্তু সবকিছু শুরু করতেই কাছের মানুষের সাপোর্ট লাগে। আমি আমার স্বামীর থেকে কোনও সাপোর্টই পাচ্ছি না। কতদিন ধরে শুধু বলেই যাচ্ছি, কোনও কথায় কানে নেয় না।’
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
এরপরই আসল প্রসঙ্গে আসেন শ্রীময়ী। তিনি বলেন, ‘একটা ভালো আইফোন না থাকলে কোনও ভালো ভিডিয়ো ওঠে না। কবে থেকে বলছি একটা ভালো আইফোন কিনে দিতে কিন্তু কিছুতেই আমায় কিনে দিচ্ছে না। আমার কথা একেবারেই পাত্তা দেয় না।’
এরপরই দেখা যায় কাঞ্চনকে আয়েস করে লুচি খেতে। খেতে খেতেই কাঞ্চন রসিকতার সুরে বলেন, ‘এই যে আপনারা আমাকে দেখছেন চিনতে পারছেন তো? আমি যে লুচি খাচ্ছি সেটাও নিশ্চয়ই বুঝতে পারছেন। সবই যদি ঠিকঠাক বোঝা যাচ্ছে তাহলে কেন আইফোন কিনতে হবে? দরকার নেই।’
কাঞ্চনের সঙ্গে বাকবিতণ্ডার মধ্যেই সায়কের সঙ্গে সকলের পরিচয় করার শ্রীময়ী। সায়ককে দলে টানতে চাইলে সেও কিন্তু বলে, শ্রীময়ীর ফোন এখন ভালো চলছে, বরং কাঞ্চনদার একটা ফোন কিনে নেওয়া উচিত। এই কথা শুনে আরও বেশি রেগে যান অভিনেত্রী। সায়ককে বলেন, ‘তুই কার হয়ে কথা বলতে এসেছিস?’
সায়ক এবং শ্রীময়ীর কথার মধ্যেই কাঞ্চন আবার বলেন, ‘এই যে আপনারা সায়ককে দেখছেন চিনতে পারছেন তো? তাহলে কেন শুধু শুধু কিনতে হবে নতুন ফোন।’ স্বামীর মুখে এই কথা শুনে আবার রেগে যান অভিনেত্রী। বোঝাই যাচ্ছে নতুন ফোন কেনা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বেশ ভালোই যুদ্ধ লেগেছে।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
টক ঝাল মিষ্টি এই ভিডিয়োর মধ্যেই সায়ক জানান, তিনি এবং শ্রীময়ী বহুদিনের বন্ধু। এক সময় ঘন্টার পর ঘন্টা আড্ডা চলত। অনেক বড় বন্ধুর গ্রুপ ছিল। যদিও আজ সবাই ব্যস্ত। তবে সায়কের সঙ্গে শ্রীময়ী যোগাযোগ থেকেই গেছে আগের মতোই, তাই গৃহযুদ্ধের সাক্ষী হিসেবে বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে এসেছেন অভিনেত্রী।