শনির মহাদশা শুধু কেরিয়ার নয়, সম্পর্ক ও স্বাস্থ্যের ক্ষেত্রেও নানা সমস্যার উদ্রেক করতে পারে। এই মহাদশা একবার শুরু হলে ১৯ বছর চলে। শনির মহাদশা চলাকালীন একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় যে কোনও ব্যক্তিকে। ব্যক্তিগত সম্পর্ক থেকে কেরিয়ার, সবেতেই সমস্যা দেখা দেয়।
শনির মহাদশা কোন কোন সমস্যা ডেকে আনে?
কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা - শনির মহাদশায় কেরিয়ারে নানা জটিলতা দেখা দিতে পারে। উন্নতির ক্ষেত্রে দেরি হতে পারে। অপ্রত্যাশিতভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় একজনকে। এমনকী কঠোর পরিশ্রম করলেও সাফল্য আসতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে।
আরও পড়ুন - হাতের তালু ফ্যাকাশে মানে কি ভাগ্যদেবতা অপ্রসন্ন? কী বলছে জ্যোতিষশাস্ত্র
স্বাস্থ্যের সমস্যা - শনির মহাদশা স্বাস্থ্যের সমস্যার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। হাড়, জয়েন্টে ব্যথা, ক্রনিক রোগের বাড়াবাড়ি দেখা দিতে পারে এই সময়। শনির মহাদশার সময় মানসিক চাপ ও ক্লান্তিও অনেকটা বেড়ে যায় বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
সম্পর্কের টানাপোড়েন - শনির মহাদশা সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা ডেকে আনতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে ছোটখাটো বিষয়েও। এমনকী সম্পর্কে আস্থাও কমে যেতে পারে।
শনির মহাদশা কাটবে কীভাবে?
শনি পুজো - শনির নিয়মিত পুজো ও মন্ত্রজপই এই সমস্যার একমাত্র সমাধান হতে পারে। শনি মন্দিরে প্রতি শনিবার নিয়ম করে পুজো দিন। বড়ঠাকুরের কাছে নৈবেদ্য অর্পণ করুন। তাঁকে তুষ্ট রাখতে একটি ফুলের মালা অর্পণ করাও শুভ বলে মনে করা হয়।
আরও পড়ুন - পিতৃপক্ষের তর্পণ সেরে বাড়ি ফিরে অবশ্যই করুন ৫ কাজ, মঙ্গল হবে পূর্বপুরুষদের
শনি মন্ত্র জপ - বাড়িতে বা মন্দিরে গিয়ে শনির মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মন্ত্র জপ করতে হবে ২৩ হাজার বার। ‘ওঁ শং শনৈশ্চরায় নমঃ’ মন্ত্রটি না থেমে ও সঠিক উচ্চারণ করে জপ করুন। এতেই তুষ্ট হবেন বড়ঠাকুর।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।