অঙ্কুশ হাজরার পর এবার মিমি চক্রবর্তী? বেটিং অ্যাপ কাণ্ডে এবার ইডি তলব করল আরেক প্রথম সারির অভিনেত্রীকে দিল্লিতে ইতিমধ্যেই দেশের বেশ কয়েকজন তারকাকে তলব করেছে ইডি। গত সপ্তাহে বাংলা থেকে ডাক পড়েছিল অভিনেতা তথা প্রযোজক অঙ্কুশ হাজরার। এবার ডাক পড়ল প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তীর।
কী কী অভিযোগ ওই বেটিং অ্যাপের বিরুদ্ধে?
সম্প্রতি বেটিং অ্যাপ বিরোধী আইন আনার পর থেকেই একের পর একের অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইডি। আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে শুরু হয়েছে তদন্ত। অভিযোগ, টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী জড়িত একটি বেটিং অ্যাপের আর্থিক লেনদেনের সঙ্গে। ইডি সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই ভারতে বেটিং অ্যাপটা ব্যবসা করে চলেছে। তবে ব্যবসার ক্ষেত্রে একাধিক বেনিয়ম রয়েছে। রয়েছে কর ফাঁকির অভিযোগ। রয়েছে বেআইনি ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগও। সারা দেশের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী ওই অ্যাপের হয়ে বিজ্ঞাপন করেছেন, বা আর্থিক লেনদেনের কাজে যুক্ত ছিলেন।
আরও পড়ুন - মডেল উত্তরপত্র কবে আপলোড হবে SSC-র সাইটে? কবে ফলাফল, ইন্টারভিউ? কী বললেন ব্রাত্য
কী বলছেন মিমির ঘনিষ্ঠরা?
মিমি চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই অ্যাপের একটি প্রোমোশনাল ইভেন্টের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি আর্থিক লেনদেনের কাজে সহায়তা করেছিলেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রসঙ্গত, গত সপ্তাহ অঙ্কুশ হাজরা ডাক পান দিল্লি থেকে ইডির। এবার মিমি চক্রবর্তী। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ ব্যক্তিদের কথায়, মিমি এমন কোনও আর্থিক তছরূপের কাজে জড়িত থাকতেই পারেন না। পছশার তাগিদে ইভেন্টে গেলেও তিনি কোনও আর্থিক লেনদেনের মধ্যে ছিলেন না বলে জানাচ্ছে টলিউডে তাঁর ঘনিষ্ঠ কিছু ব্যক্তি।
আরও পড়ুন - 'আমার চোখে জল এসেছিল…', SSC পরীক্ষা দিয়ে কী বললেন রাজন্যা হালদার?
কবে ডেকে পাঠানো হয়েছে মিমিকে?
প্রসঙ্গত, মিমি চক্রবর্তীর পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে উর্বশী রতেলাকেও। ১৫ সেপ্টেম্বর মিমি চক্রবর্তী ও ১৬ সেপ্টেম্বর উর্বশীকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। প্রসঙ্গত যে বেটিং অ্যাপের কারণে তাঁকে ডেকে পাঠানো সেই অ্যাপের বিজ্ঞাপনে মিমি ও অঙ্কুশকে একসঙ্গে দেখা গিয়েছে। এর আগে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানকেও বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অ্যাপের হয়ে প্রচার করায় ইডির সমন পেয়েছিলেন রানা দগ্গুবতি, প্রকাশ রাজ,বিজয় দেবেরাকোন্ডা-সহ ২৯ জন তারকা।