২০২৫ সালের দুর্গাপুজো শুরু হতে চলেছে ২৮ সেপ্টেম্বর থেকে। সেদিন পড়েছে মহাষষ্ঠী। আর দুর্গাপুজোর দশমী পড়ছে ২ অক্টোবর। ২ অক্টোবর দুর্গাপুজো শেষ হতেই ৩ অক্টোবর দণ্ডনায়ক হিসাবে পরিচিত শনিদেব করবেন নক্ষত্র গোচর। তিনি প্রবেশ করবেন পূর্বভাদ্রপদ নক্ষত্রে। বর্তমানে তিনি উত্তরভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন। শনিদেবের এই নক্ষত্র গোচর, বহু রাশির জাতক জাতিকাকে সুখের মুখ দেখাবে। কারা লাকি, দেখে নিন রাশিফলে।
মিথুন
দুর্গাপুজোর পর থেকেই ভালো সময় শুরু মিথুন রাশির। কর্মস্থলে উন্নতি রয়েছে, অংশিদারির কাজে ব্যবসায়িকভাবে সাফল্য পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। কেরিয়ারে উন্নতির রেখা প্রকট হবে! আপনার কর্মস্থলে প্রবল পরিশ্রম এবার অনেকের চোখে পড়বে। বিশেষত সিনিয়রদের থেকে প্রশংসা পাবেন। ব্যবসায়ীদের ভালো ধনলাভ হবে।
( Price Slash: সস্তা হচ্ছে কিসান জ্যাম, হরলিক্স সহ বহু কিছু! দাম জানাল HUL, কমবে কবে থেকে?)
( Lucky Zodiac Signs: সূর্য ও বুধ করেছেন চালে বদল! লাকির লিস্টে আপনার রাশিও আছে নাকি? রইল জ্যোতিষমত)
মিথুন
যাঁরা কর্মী জীবন যাপন করছেন, তাঁদের বহু টেনশন দূর হতে পারে। আত্মবিশ্বাস বাড়বে, মান সম্মান ও প্রতিষ্ঠার প্রাপ্তি হবে। পেশাগত দিক থেকে অনেক ধরণের টেনশনের মোকাবিলা করতে পারবেন। যাঁরা বিবাহিত তাঁদের দাম্পত্যে দারুন কোনও আনন্দ আসবে। আনন্দের পরিবেশ বজায় থাকবে। আপনার কথা বার্তায় অনেকে আকৃষ্ট হতে পারেন। সময়ে সময়ে হাতে ভালো রকমের টাকা চলে আসবে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে।
মকর
শনিদেব আপনার রাশির তৃতীয় স্থানে রয়েছেন। এই সময় সাহস আর পরাক্রমের বৃদ্ধি হবে। সব কাজে ভাইবোনের সহযোগিতা পাবেন। কোথাও যাত্রা করতে পারেন, যা লাভদায়ক হবে। আপনার ভেবে রাখা কোনও প্রকল্প ফল দিতে পারে। তা হতে পারে সফল। পরিবারের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালো হবে। অনেকের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় যাবে। পড়ুয়াদের জন্য সময় অত্যন্ত ভালো।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )