ধারাবাহিকের হাত ধরে পথ চলা শুরু হয়েছিল তাঁর। দীর্ঘ লড়াইয়ের পর প্রথম বড় পর্দায় অভিনয় করার সুযোগ পেলেন সুশোভন সোনু রায়। কে এই অভিনেতা?
হাওড়ায় জন্ম হলেও কলকাতায় ছোটবেলা কেটেছে সুশোভনের। দুর্ভাগ্যবশত মাত্র সাড়ে তিন বছর বয়সে বাবাকে হারান তিনি। দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয় থেকে বি কম পাস করে শুরু করেন অভিনয়ের শিক্ষা।
স্কুল এবং কলেজে পড়াকালীন ছোটখাটো স্টেজ শো করতেন তিনি। পরবর্তীকালে শ্রদ্ধেয় পরিচালক পীযূষ সাহার কাছে ওয়ার্কশপ করেন অভিনেতা। দেড় বছর অভিনয় শেখার পর বিভিন্ন জায়গায় অডিশন দেন তিনি।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
সুশোভনের প্রথম কাজ ২০১৯ সালে আকাশ আট চ্যানেলের ‘আনন্দময়ী মা’ ধারাবাহিকে প্রথম অভিনয় করার সুযোগ পান তিনি। এরপর ২০২০ সালে স্টার জলসার ‘মোহর’, ‘কোড়া পাখি’, ‘তিতলি’ ধারাবাহিকে অভিনয় করে পরিচালকদের নজরে আসেন তিনি।
২০২১ সালে ‘খেলাঘর’ ধারাবাহিকে কাজ করে বেশ সুনাম অর্জন করেন তিনি। এরপর আসে মহামারী। দীর্ঘদিনের বিরতির পর ২০২৩ সালে মডেলিং শুরু করেন সুশোভন। একাধিক নামী সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি। এইভাবেই চলতে চলতে একটি ওয়ার্কশপে ‘টেক কেয়ার ভালোবাসা’ সিনেমার পরিচালক সৌমজিৎ আদকের সঙ্গে পরিচয় হয়।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
এর পরেই অডিশন দিয়ে বড় পর্দায় কাজ করার সুযোগ পান সুশোভন। এই সিনেমায় জয় নামক একটি ছেলের ভূমিকায় অভিনয় করবেন তিনি। মূল ৪ জন বন্ধুর এক কমন ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুশোভনকে।
উল্লেখ্য, চার বন্ধুর বন্ধুত্ব এবং ভালোবাসা নিয়েই তৈরি হয়েছে এই ছবি, যেখানে অভিনয় করবেন সৌম্য মুখোপাধ্যায়, রাহুল মজুমদার, শ্রীমা ভট্টাচার্য এবং শোলাঙ্কি রায়। গত ২৯ জুন মুক্তি পেয়েছে ছবির মোশন পোস্টার।
শোলাঙ্কি অভিনয় করবেন লহোরীর ভূমিকায়, ঈশানের ভূমিকায় অভিনয় করবেন রাহুল মজুমদার এবং সঞ্জনার ভূমিকায় অভিনয় করবেন শ্রীমা ভট্টাচার্য। সৌমজিৎ আদক পরিচালিত এই ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন নিলাঞ্জন চট্টোপাধ্যায় এবং ঈশান মিত্র।