এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ দাঁড়িয়েছে বাংলা ভাষার পাশে। একদিকে যখন রাজ্যের বাইরে বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশী’ বলে অত্যাচার করা হচ্ছে মানুষকে, ঠিক তখনই রক্তবীজ ২ ছবির একটি গানে মিলেমিশে একাকার হয়ে গেল দুই বাংলা।
চলতি বছর দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ এবং নন্দিতা পরিচালিত ছবি রক্তবীজ ২। এর মধ্যেই বুধবার অর্থাৎ ৬ আগস্ট মুক্তি পেল ছবির নতুন গান ও বাবুর মা। ভরা বর্ষায় ইলিশ উৎসবের আঙ্গিকে তৈরি করতে দেখা গেল গোটা গানটিকে।
আরও পড়ুন: আদর্শ শত্রু হলে কী বদলে যায় জীবন? ‘ধুমকেতু’-র ট্রেলার যেন হাজার প্রশ্নের উপাখ্যান
আরও পড়ুন: 'তুই কিন্তু বেশ ঝামেলায় পরে গেলি..', শুভশ্রীর সামনেই দেবকে সাবধানবানী কৌশিকের! কী হল আচমকা?
বর্তমানে বাংলা ভাষা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই এই গান যেন মাটির সঙ্গে একাত্ম হওয়ার গান। এই গানের দৃশ্যে দেখা গিয়েছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস, মানসী সিনহা, প্রদীপ ভট্টাচার্যের মতো শিল্পীদের।
‘রক্তবীজ’ সিনেমাটি যারা দেখেছেন তারা জানেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি তৈরি হয়েছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রের আঙ্গিকে। অনেকেই মনে করছেন এই গানেও রাজনীতিবিদের ব্যক্তিগত জীবনের ছায়া দেখা গিয়েছে। অনেকেই জানেন, প্রণব মুখোপাধ্যায়ের শ্বশুরবাড়ি ছিল বাংলার নড়াইলের ভদ্রবিলা।
প্রয়াত রাষ্ট্রপতির স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় ছিলেন বাংলাদেশের মেয়ে। জানা যায়, প্রাক্তন রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে গিয়েছিলেন বাংলাদেশে। সেখানে নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের মাঠে নেমে গাড়িতে করে গিয়েছিলেন শ্বশুর বাড়ি। বিদেশী জামাইয়ের আগমনে যেন মেতে উঠেছিল গোটা গ্রাম।
সেই সত্য ঘটনার রেশ যেন ফুটে উঠেছে গোটা গান জুড়ে। জামাই বরণ করার জন্য বড় প্যান্ডেল খাটিয়ে হরেক রকম মিষ্টি তৈরি করা হচ্ছে। ভাজা হচ্ছে ইলিশ মাছ। ভাষা বিতর্কের মধ্যেই এ যেন দুই বাংলার মিলন উৎসব।
আরও পড়ুন: ‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চে একে অপরকে আবার ফলো করলেন দেব-শুভশ্রী, তুললেন সেলফিও
আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! ১০ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী, তৈরি হল ইতিহাস
প্রসঙ্গত, ‘রক্তবীজ’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। এবারেও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে। আলাদাভাবে নজর কাড়বেন সীমা বিশ্বাস। অভিনয় করতে দেখা যাবে অঙ্কুশ হাজরা এবং কৌশানি মুখোপাধ্যায়কেও।