এক সময় অনুপম রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পিয়া চক্রবর্তী। তবে ৫ বছরের সংসার ভাঙে ২০২১ সাল নাগাদ। এরপর কাছাকাছি আসেন পরমব্রতর চট্টোপাধ্যায়। ততদিনে বিদেশি প্রেমিকা সঙ্গে বিচ্ছেদ হয়েছে অভিনেতারও। আর দুই ‘ভালো বন্ধু’ আগলে নেন একে-অপরকে। একসঙ্গে ভালো থাকা ও সংসার করার সিদ্ধান্ত। বিয়ের পর, একটি কুকুর ও একটি বিড়াল পুষেছেন পরম-পিয়া, নাম বাঘা আর নিনা। আর এখন ছেলেকে নিয়ে তাঁদের ভরা সংসার।
আরও পড়ুন: ৭ অক্টোবর থেকে স্টার জলসায় শুরু হচ্ছে ‘ও মোর দরদিয়া’! কোন মেগার কপাল পুড়ল?
তবে তাঁরা যতটা চর্চায় থাকেন তাঁদের পরিবারকে নিয়ে সেভাবে কখনও আলোচনা হতে দেখা যায় না। আর ছেলে ছাড়া পরিবারের আর কোনও সদস্যকে নিয়ে পিয়া হোক বা পরমব্রত কাউকেই খুব একটা কিছু স্যোশাল মিডিয়ায় ভাগ করে নিতেও দেখা যায় না। তবে এবার পরম নিজেই তাঁর শাশুড়ি মা অর্থাৎ পিয়ার মা লতা চক্রবর্তীর সঙ্গে ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে।
ছবিতে আজরাক প্রিন্টের শাড়িতে নজর কাড়তে দেখা যায় পিয়ার মাকে। অন্যদিকে, নীল রঙের শার্ট ও কালো জিন্সে দেখা মেলে পরমের। দেখা যায় এক রেস্তোরাঁয় খাবার টেবিলের সামনে বসে জামাইয়ের সঙ্গে শাশুড়ি। আর জামাই তাঁর ফোনে সেলফি তুলছেন। তাঁদের দু'জনের মুখেই লেগে হাসি। এরপর সেই নিজস্বীটিও পোস্ট করেন পরম। শেষ ছবিতে মেয়ে পিয়ার সঙ্গে দেখা যায় তাঁকে। তবে খুদের দেখা মেলেনি কোথাও। আসলে এদিন লতার জন্মদিন ছিল। আর সেই উপলক্ষ্যেই তাঁরা সকলে উদযাপনে মেতে উঠেছিলেন, গিয়েছিলেন রেস্তোরাঁয়।
আরও পড়ুন: ‘আমার নিজের সন্তান হবে…’, ৫৯-এর সলমনের বাবা হওয়ার ইচ্ছে,ভাঙা সম্পর্কের দায় নিলেন
ছবিগুলি পোস্ট করে পরম ক্যাপশনে লেখেন, ‘জামাই আর শাশুড়ির সম্পর্ক সাধারণত ভালোই হয় বলে শোনা যায় (অরণ্যের যত প্রাচীন প্রবাদ সেগুলি শাশুড়ি এবং বৌমা দের নিয়ে! ) কিন্তু আমাদের টা খুবই ভালো … তাই আজ ৭০ তম জন্মদিনে, লতা চক্রবর্তী জিন্দাবাদ!’ নায়কের এই মিষ্টি পোস্ট দেখে ভালোবাসায় ভরে দেন নেটিজেনরা।
একজন লেখেন, ‘খুব মিষ্টি ছবিগুলো।’ আর একজন লেখেন, ‘শুভ জন্মদিন। আগামী দিনগুলো সুন্দর হোক।’ তাছাড়াও অনেকে লতা চক্রবর্তীকে তাঁর জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছাও জানান।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মা-বাবা হতে চলার খবর ভাগ করে নেন পরমব্রত ও পিয়া। তারপর জুনে কোন আলো করে আসে ছেলে। ২০২৩ সালের নভেম্বর মাসে দু'জনে করেছিলেন আইনি বিয়ে। এবার ছেলেকে নিয়েই করবেন তৃতীয় বিবাহবার্ষিকী পালন।