জনপ্রিয় অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। কিছু দিন আগেই তাঁর মেগা ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ শেষ হয়েছে। শুধু তাই নয় মেগার পাশাপাশি বর্তমানে পরিচালক হিসেবেও তিনি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ছবি 'রাস'। তাছাড়াও তাঁর 'পারিয়া ২'ও আসছে। তবে এই কাজের মাঝেও তিনি জীবনকে অন্য ভাবে দেখতে ভালোবাসেন। সকালের রোদে খুঁজে পান জীবনে বেঁচে থাকার রসদ। আর সে রকমই এক দৃশ্য দেখে আপ্লুত হয়ে কলম ধরলেন তথাগত।
আরও পড়ুন: জুবিনের মৃত্যুর ৬ দিন পর তাঁকে নিয়ে পোস্ট কঙ্গনার! গায়কের প্রয়ানে কী লিখলেন নায়িকা?
কী লিখলেন তিনি?
বৃহস্পতিবার তিনি একটি রোদ মাখা রাস্তার দৃশ্যের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘সকালে বাচ্চাদের সঙ্গে হাঁটতে বেরিয়ে মাঝে মাঝে এই সমস্ত আশ্চর্য ম্যাজিক দেখে ফেলি। গত পরশু রাস্তাটা ডুবে ছিল অনেকটা। জল সরে যেতেই আবার মাথা চাড়া দিয়েছে নীল তিমির মতন। আমি ভাবি গোটা দিনটা যদি সকালটায় থেমে থাকত......এই যে আলোর ছটা এসে পড়েছে রাস্তায়,সবটা চুপ, শুধু পাখিরা জরুরী শব্দ তৈরি করছে,দূরে জমে থাকা অস্পষ্টতা, আশে পাশে কোত্থাও কোনো মানুষ নেই, এ ভারী নিশ্চিন্ততা। কেউ তাকাচ্ছে না গাছগুলো ছাড়া,ভাগ্যিস,নইলে এখনই খাতা খুলে বিচারসভা বসে যেত।গাছেরা বিচার করে না। ওরা আছে যেভাবে থাকা যায়,কারুর ওপর দায় না চাপিয়ে।’
আরও পড়ুন: জুবিনের মৃত্যুর পর প্রথম গ্রেপ্তার শেখরজ্যোতি, তল্লাশি সিদ্ধার্থ শর্মার বাড়িতেও
তিনি আরও লেখেন, ‘একটু বাদে এ রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাবে,গাড়ি যাবে, হৈ হৈ করতে করতে,হর্ন,চিৎকার আর ঝগড়া করতে করতে।আর লোভী আমি ভাবি যদি এসব সকালের ভেতর হারিয়ে যাওয়া যেত একা। যেখান থেকে হয়তো আর ফেরত আসার পথ খুঁজে পাওয়া যাবে না। তারপর ভাবি থাক, দূর থেকেই থাক বরং।আমিও তো মানুষ,এসব দৃশ্য কল্পে ঢুকে পড়লেই ক্ষমতা টানবে আমায়। তারপর নতুন নিয়ন্ত্রক হতে চাইব নানা অজুহাতে। প্রকৃতির সমস্ত স্বেচ্ছাচার স্বাধীনতায় বাঁচুক। মানুষ যে প্রকৃতির সবচেয়ে কুৎসিততম সৃষ্টি, এ নিয়ে কোনো সন্দেহ আর নেই। আর আমিও সেই কুৎসিত চোখে অপলক তাকিয়ে থাকি, চোখভরা হিংসে নিয়ে। তারপর বোকার মতন একটা সকালের খামখেয়ালকে শব্দে কিম্বা লেন্সে বাঁধার চেষ্টা করি।মানুষ কী নশ্বর। এ দৃশ্যে কতটা বেমানান।’