সম্প্রতি পাঞ্জাবির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন অভিনেতা সোনু সুদ। সেই সময় অভিজ্যোত নামের একটি ছোট্ট শিশুর সঙ্গে দেখা করেছিলেন তিনি। সেই সময় অভিনেতা তার গোটা পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন পাশে থাকার। এবার সেই ছোট্ট শিশুর মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেতা।
সোনু সুদের পোস্ট
অভিনেতা শিশুটির একটি ছবি পোস্ট করে লেখেন, ‘অভিজ্যোত, যেদিন আমি তোমার সঙ্গে দেখা করেছি সেদিন থেকেই তুমি তোমার শক্তি দিয়ে আমাকে অনুপ্রাণিত করেছ। আজ আমি তোমায় বিদায় জানাচ্ছি তোমার পরিবারের পাশে সব সময় থাকবো। কথা দিলাম।’
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
কিছুদিন আগেই যখন অভিজ্যোতের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন অভিনেতা তখন তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘আজ পাঞ্জাবে ছোট্ট অভিজ্যোতের সঙ্গে দেখা হলো। একজন সাহসী ছোট্ট ছেলে যে লড়াই করে চলেছে অসুস্থতার সঙ্গে। আমরা তাকে সুস্থ করার যথাসাধ্য চেষ্টা করব। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। তুমি একা নও। আমরা সবাই তোমার পাশে আছি।’
প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহ ধরে পাঞ্জাবের বন্যা কবলিত এলাকায় থাকা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা করছেন অভিনেতা। অর্থ এবং পণ্য দিয়ে সকলকে সাহায্য করেছেন তিনি। বহু মানুষকে নিয়ে এসেছেন নিরাপদ স্থানে। তবে শুধু সোনু একা নন, আরও এমন অনেক তারকাই রয়েছেন যারা পাঞ্জাবের পাশে দাঁড়িয়ে ছিলেন। এক একটি গ্রামকে দত্তক নিয়েছিলেন তাঁরা।
পাঞ্জাবের বন্যা কবলিত এলাকায় গিয়ে সেখানকার অবস্থা পরিদর্শন করে সোনু সুদ সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমি বাগপুর, সুলতানপুর লোধি, ফিরোজপুর, ফাজিলকা, আজনালা যাচ্ছি এবং আমি পরিস্থিতি জানার চেষ্টা করব। আমার মনে হয় আগামী সময়ে, যেহেতু পাঞ্জাবে এখনও বৃষ্টি হচ্ছে, অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, মানুষের জীবিকা ধ্বংস হয়ে গেছে, তাই আমি সমস্ত সাহায্য দেওয়ার চেষ্টা করব এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে তাদের চাহিদার একটি তালিকা নেব।’
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
তিনি আরও বলেছিলেন, ‘এটা এক সপ্তাহ বা দশ দিনের কাজ নয়। পাঞ্জাবকে তার পায়ে দাঁড় করাতে কমপক্ষে কয়েক মাস সময় লাগবে। আমার মনে হয় সবাই এগিয়ে আসছে। তবুও, আমাদের অনেকের সহযোগিতা প্রয়োজন যাতে পাঞ্জাব যত তাড়াতাড়ি সম্ভব পুনরুজ্জীবিত করা যায়। যাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, তাদের জন্য আমরা একসাথে কিছু ঘরবাড়ি তৈরির চেষ্টা করব। আমি সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে পৌঁছানোর চেষ্টা করব।’