সাড়ে তিন দশকের দীর্ঘ ফিল্মি কেরিয়ারের প্রথমবারের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান। স্বদেশ, চক দে ইন্ডিয়ার মতো ছবিতে কাজ করেও জাতীয় স্বীকৃতি পাননি বাদশা, তবে জওয়ান তাঁকে ভোলালো সেই না পাওয়ার আক্ষেপ। এদিন শাহরুখের পাশাপাশি প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। এই বছর, ২০২৩ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলির জন্য জাতীয় পুরষ্কার দেওয়া হয়েছিল।
শাহরুখ-রানিদের নিয়ে উচ্ছ্বাসের মাঝেই সবার নজর কাড়লেন এক শিশু অভিনেত্রী। মারাঠি শিশু শিল্পী ত্রিশা থোসার, নাল ২ ছবিতে চিমি (রেবতী) চরিত্রে অভিনয়ের জন্য এই বছর সেরা শিশু শিল্পীর পুরস্কার জিতেছেন। এদিন সাদা শাড়িতে আরাধ্য দেখাচ্ছিল ত্রিশাকে, গটগটিয়ে হেঁটে মঞ্চে ওঠে সে। হাসিমুখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নেয়, ততক্ষণে অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়েছে। শাহরুখ-রানিও ত্রিশার জন্য গলা ফাটালেন। হাততালিতে ভরিয়ে দিলেন খুদে অভিনেত্রীকে।
ত্রিশার জাতীয় পুরষ্কার গ্রহণের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, অনেকে মন্তব্যগুলিতে আরাধ্য মুহুর্তটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। একজন লেখেন, ‘সাদা শাড়িতে ওকে খুব সুন্দর লাগছে! অভিভাবকদের অভিনন্দন!’ আরেকজন বলেন, 'মোহনলাল ও শাহরুখের পর তিনিই তৃতীয় ব্যক্তি যিনি জনতার হাততালি পান। কেউ বললেন, ‘কী সুন্দর! তিনি জীবনে আরও সাফল্য অর্জন করুন!’

এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন তৃষা। খুদের কথায়, ‘আমি এখনও পুরোপুরি বুঝতে পারছি না যে আমি কী অর্জন করেছি, তবে আমি এতটুকু জানি যে এই পুরস্কারের মাধ্যমে আমার মহারাষ্ট্র রাজ্য এবং আমার পুরো পরিবারের নাম উজ্জ্বল হয়েছে। এবং আমার মা যেমন বলেছিলেন, গত ৭০ বছরের জাতীয় পুরষ্কারের মধ্যে, আমি সর্বকালের সর্বকনিষ্ঠ শিশু শিল্পী যিনি এই সম্মান পেয়েছি'।