যত কাণ্ড ‘হোমবাউন্ড’ ছবির প্রিমিয়ারে! হ্যাঁ, সেখানেই পরিচালক ফারাহ খান ও করণ জোহরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা ঘিরে বেজায় চটেছেন ভাইজান ভক্তরা। ভাইরাল হওয়া এই ভিডিওর মাধ্যমে দাবি করা হচ্ছে, সলমনের ভগ্নিপতি তথা অভিনেতা আয়ুষ শর্মাকে উপেক্ষা করেছেন ফারাহ খান ও করণ জোহর। নিন্দকদের দাবি যে ফারাহ খান এবং করণ জোহর ইচ্ছাকৃতভাবে এটি করেছেন। এবার এই রটনা নিয়ে মুখ খুললেন ফারাহ খান নিজেই। যারা এমন কথা বলছেন তাদের উপর ফারাহ খান ক্ষুব্ধ।
প্রসঙ্গত, নীরজ ঘাওয়ানের 'হোমবাউন্ড' ছবির প্রিমিয়ারে রেড কার্পেটে প্যাপসের সামনে পোজ দিচ্ছেন ফারাহ খান ও করণ জোহর। এরপর সেখান থেকে এগিয়ে যান তারা। সলমন খানের শ্যালক আয়ুষও রেড কার্পেটে দাঁড়িয়ে আছেন, কিন্তু ফারাহ ও করণ তার সঙ্গে দেখা না করেই, তার দিকে না তাকিয়ে এগিয়ে যান। এই ভিডিওতে মন্তব্য করে ফারাহ খান নিজের বক্তব্য তুলে ধরেছেন।
কী বললেন ফারাহ খান? তিনি লেখেন, ‘দয়া করে বাজে কথা লেখা বন্ধ করুন। আমি কখনো কাউকে উপেক্ষা করতে পারি না... বিশেষ করে আয়ুষকে তো একদমই নয়। আমি সবেমাত্র তাঁর এবং অর্পিতার সাথে একটি ভ্লগ শুট করেছি। আমরা তাঁকে তাড়াহুড়ো করে দেখিনি। ভিডিওটি স্লো মোশনে পোস্ট করেছেন যাতে এটি খারাপ দেখায়?’ ফারাহ খান কয়েক মাস আগে অর্পিতা এবং আয়ুষের বাড়িতে গিয়েছিলেন তাঁর রান্নার ভ্লগের শুটিং করতে। আয়ুষ ফারাহ খান এবং তার রাঁধুনি দিলীপের সাথে হিমাচলী খাসির মাংসও তৈরি করেছিলেন। সলমন খানের পরিবারের সঙ্গে উষ্ণ সম্পর্ক রয়েছে ফারহার।
করণ জোহরের সঙ্গে অবশ্য বছর খানেক আগে ভাইজানের মতপার্থক্যের খবর সামনে এসেছিল। করণের একটি ছবিতে অভিনয়ের কথা নিজের মুখে জানিয়েছিলেন সলমন। পরে অবশ্য ভেস্তে যায় সেই ছবির কাজ।