এসে গেল সপ্তাহান্তের সেরা দশ তালিকা। তবে এবার বেঙ্গল টপার দুটি ধারাবাহিক। যৌথভাবে প্রথম স্থান দখল করেছে পরিণীতা ও পরশুরাম। অর্থাৎ রাত ৮টার স্লটের দুটো ধারাবাহিকই একে-অপরকে কাঁটায়-কাঁটায় টক্কর দিয়েছে। রেটিং উঠেছে ৬.৫।
দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী ধারাবাহিক, প্রাপ্ত রেটিং ৬.৩। স্লট হারিয়ে কথা-র প্রাপ্ত রেটিং মাত্র ৪.৯। নবম স্থানে সাহেব ও সুস্মিতার ধারাবাহিক। তৃতীয় স্থান ফের যৌথভাবে দখল করেছে ফুলকি আর চিরদিনই তুমি যে আমার। দুটি ধারাবাহিকেরই রেটিং ৬.১। আর চতুর্থ স্থানে রাজরাজেশ্বরী রানী ভবানী (৬.০)। পঞ্চম স্থান দখল করেছে আমাদের দাদামণি সিরিয়ালটি। রাজরাজেশ্বরীর কাছে আমাদের দাদামণি স্লট হারালেও বলা ভালো একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রানী ভবানীর।
চিরদিনই তুমি যে আমার-এর উলটো দিকে কিছুতেই পেরে উঠছে না লক্ষ্মী ঝাঁপি। ৪.৬ রেটিং পেয়ে নেমে এসেছে দশম স্থানে। তবে উল্লেখযোগ্যভাবে চিরসখা-র নম্বর কমছে। আর্য আর অপর্ণার ধারাবাহিকের রেটিং উঠেছে মাত্র ৫.৫।
দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা-
প্রথম: পরিণীতা/ পরশুরাম (৬.৫)
দ্বিতীয়: জগদ্ধাত্রী (৬.৩)
তৃতীয়: ফুলকি/ চিরদিনই তুমি যে আমার (৬.১)
চতুর্থ: রাজরাজেশ্বরী রাণী ভবানী (৬.০)
পঞ্চম: আমাদের দাদামণি (৫.৯)
ষষ্ঠ: রাঙ্গামতি তীরন্দাজ (৫.৮)
সপ্তম: চিরসখা (৫.৫)
অষ্টম: জোয়ার ভাঁটা (৫.১)
নবম: কথা/ তুই আমার হিরো (৪.৯)
দশম: লক্ষ্মী ঝাঁপি (৪.৬)
নতুনদের মধ্যে উল্লেখযোগ্যভাবে ভালো ফলাফল জোয়ার ভাঁটা সিরিয়ালটির। ইতিমধ্যেই শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতির অভিনয় রীতিমতো ঝড় তুলে দিয়েছে। যদিও চিরসখার কাছে স্লট হারিয়েছে জোয়ার ভাঁটা। তবে এরকমই চলতে থাকলে হয়তো খুব সহজেই হারিয়ে দেবে জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মেগাকে।
নন ফিকশনের মধ্য়ে সারেগামাপা-র কথা না বললেই নয়। গানের এই রিয়েলিটি শোটি রেটিং এই সপ্তাহে উঠেছে ৫.০।