পুজোয় মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি। তালিকায় রয়েছে রক্তবীজ ২, দেবী চৌধুরানী, রঘু ডাকাতের মতো সিনেমা। যদিও দেবের ছবি খানিক এগিয়ে। কারণ শুক্রবার নয়, ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবারে মুক্তি পেয়েছে রঘু ডাকাত। এদিকে রঘু ডাকাত মুক্তির আগে ফের তুঙ্গে বিতর্ক। তবে এবার এতে সরাসরি জড়াননি দেব। বরং দেব-ঘনিষ্ঠ প্রযোজক (যদিও এই ঘনিষ্ঠতা মাসখানেকের, ধূমকেতু মুক্তির সামান্য আগে থেকে) রাণা সরকার আর কুণাল ঘোষের মধ্যে চলছে কথার তরজা।
বৃহস্পতিবার রাণা একটি পোস্ট শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে একটি ম্যাসেজের স্ক্রিনশট দেওয়া হয়েছে। কারও নাম দেখা যাচ্ছে না যদিও। সকাল ৯.৫৫ মিনিটে পাঠানো একটি ম্যাসেজ, যা রঘু ডাকাতের রিভিউ। রেটিং দেওয়া ১০-এ মাত্র চার। সেই স্ক্রিনশট শেয়ার করেছেন রাণা, কারও নাম না করলেও, তার কটাক্ষে যে কুণাল ঘোষ, তা বুঝতে কারওরই কোনো সমস্যা হয়নি।
রাণা লেখেন, ‘দেব-কে আক্রমন: সিনেমা দেখার আগেই রিভিউ। খবর পেলাম কলকাতায় রঘু ডাকাতের প্রথম শো শুরু হওয়ার আগেই একজন রিভিউ লিখে ফেলেছেন এবং ১০-এ ৪ নম্বর দিয়ে দিয়েছেন। আরো বিস্তারিত পরে আসছে লিখে সবাইকে অপেক্ষা করতে বলেছেন। উনি যে টেক্সট সবাইকে পাঠিয়েছেন তার স্ক্রিনশট পোস্ট করলাম, সময়টা দেখে রাখবেন 9:55 AM। মানে প্রথম শো শেষ হলেই উনি সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন, তখন সব মিডিয়া যেন নিউজ করতে পারে তার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।’
এরপর রাণা সেই নাম না করা ব্যক্তি (পড়ুন কুণাল ঘোষ)-র উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘১. দেব-এর ওপর এত রাগ কেন অনেকদিন ধরে আমার জিজ্ঞাসা, উনি রাগ নেই বলেছিলেন। ২. তাহলে রঘু ডাকাতের ওপর রাগ কেন ? শ্রীকান্ত মোহতা বা SVF-এর ওপর রাগ? ৩. কেউ ওনাকে টাকা দিচ্ছে এরকম মিথ্যা প্রোপাগান্ডা করার জন্য? কে দিচ্ছে?’
এখানেই থেমে না থেকে রাণা আরও লেখেন, ‘উনি নাকি চোর অনেক লোক বলে, আমি তো জানি না সত্য মিথ্যা, তাই চোর আমি বলতে চাইনি। কিন্তু এখন বুঝছি ওনাকে চোর কেন বলে সবাই। আগে উনি কি কি চুরি করেছেন জানি না, এখন উনি সিনেমা-চোর। এভাবে #dev বা #RaghuDakat কে আটকাতে পারবেন না স্যার… আর আপনি যে প্রোডাকশন হাউসের পক্ষ নিয়ে লড়ছেন তাদের বাঁচাতেও পারবেন না মানুষের দরবারে। মিলিয়ে নেবেন।’
প্রসঙ্গত, কদিন আগে রঘু ডাকাতের প্রোমোশনে সোহিনী সরকারকে নিয়ে কটাক্ষ করেন কুণাল ঘোষ। নিন্দুকদের মত, ছবিতে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, যা কুণাল ঘোষের চক্ষুশূল। এর আগেও মিঠুনকে ‘প্রজাপতি’-তে নেওয়ায় দেব ও কুণাল তরজা উঠেছিল চরমে। এমনকী, সরাসরি প্রজাপতি সিনেমার সমালোচনাও করেছিলেন কুণাল।
এখন দেখার কুণাল ঘোষের পক্ষ থেকে পালটা কী জবাব আসে!