সর্বশেষ কাজ করেছিলেন ‘কাজল নদীর জলে’ ধারাবাহিকে। এর পরেই জন্ডিসের আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী অরুনিমা হালদার। অবশেষে সাত মাস পর ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। কোন চ্যানেলে কার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে?
জি বাংলায় ‘মন দিতে চাই’ ধারাবাহিকে অভিনয় করে যেমন একদিকে মানুষের মন জয় করেছিলেন তিনি তেমন অন্যদিকে ‘বেলা শুরু’ বা ‘বেলা শেষে’ সিনেমায় তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেও কাজ করেছিলেন অরুনিমা। ‘কুমুদিনী ভবন’ ওয়েব সিরিজে বিশেষভাবে নজর কেড়েছিলেন তিনি।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
এবার আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন অরুনিমা। ধারাবাহিকের নাম ‘সোহাগে আদরে’। সান বাংলার নতুন এই ধারাবাহিকের গল্প এক নিঃস্বার্থ তরুনীর জীবনকে ঘিরে তৈরি করা হয়েছে। নিজের কথা ভুলে গিয়ে শুধুই পরিবারকে নিয়ে বাঁচে সে, তবে এই মেয়েটির মধ্যে প্রতিবাদী সত্তাও রয়েছে। তরুনীর জীবন অবিশ্বাস্যভাবে পাল্টে যায় যখন তার সঙ্গে দেখা হয় সূর্যের।
ধারাবাহিকে সূর্যের চরিত্রে অভিনয় করবেন শুভরঞ্জন মুখোপাধ্যায়। সূর্য চরিত্রটি বেশ জটিল। সূর্যের একটি বেদনাদায়ক অতীত আছে, যার সম্মুখীন হবে সোহাগ। এরপর দুজনের সঙ্গে ঠিক কী ঘটবে, সেই গল্প নিয়েই তৈরি ‘সোহাগে আদরে’ ধারাবাহিকটি। তবে ধারাবাহিকের নাম প্রকাশ্যে এলেও সম্প্রচারের দিনক্ষণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
প্রসঙ্গত, সাত মাস আগে জন্ডিস হওয়ায় নিজে থেকেই স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। টানা কয়েক বছর কাজ করার পর তাঁর মনে হয়েছিল, বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে। তাই বেশ কয়েক মাস পরিবারের সঙ্গে সময় কাটানোর পর অবশেষে তিনি আবার স্বমহিমায় ফিরে আসতে চলেছেন ছোট পর্দায়।
উল্লেখ্য, শুভরঞ্জনকে অভিনয় করতে দেখা দিয়েছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে উত্তীয় চরিত্রে। এছাড়া ‘ভারতিয়ানস দা নিউ ব্লাড ছবিতে’ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার সান বাংলার হাত ধরে ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা।