চলতি বছরে গোড়ার দিকে ২৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পায় রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী:একটি নটীর উপাখ্যান’। এই সিনেমায় বিনোদিনী দাসীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন রুক্মিণী মৈত্র। রুক্মিণী ছাড়া এই সিনেমায় অভিনয় করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, মীর আফসার আলি, রাহুল বোস, চান্দ্রেয়ী ঘোষ সহ আরও অনেকে।
ভারতে সমালোচকদের থেকে প্রশংসা পাওয়ার পর এবার বিদেশের মাটিতে সম্মানিত হতে চলেছে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। সম্প্রতি একটি পোষ্টের মাধ্যমে সে কথাই জানান পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। তিনি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ সিনেমার পোস্টারের একটি ছবি এবং মা সন্তোষীর একটি ছবি কোলাজ করে পোস্ট করেন।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
পরিচালক লেখেন, ‘এবার বোষ্টনে বিনোদিনী। বোস্টনের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড পেতে চলেছে বিনোদিনী।’ এই পোস্ট শেয়ার করে পরিচালক রুক্মিণী মৈত্র, প্রতীক চক্রবর্তী এবং বিনোদিনী ছবির গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন।
শুধু তাই নয়, তিনি ধন্যবাদ জানিয়েছেন জুড়ি মেম্বারদের, যাদের তত্ত্বাবধানে এই পুরস্কার পেতে চলেছে রাম কমলের বিনোদিনী। তবে এই প্রথমবার নয়, এর আগে হিন্দি চলচ্চিত্র এক দুয়া ছবির জন্যেও এই অনুষ্ঠানে সেরা পরিচালকের পুরস্কারে পুরস্কৃত হন পরিচালক।
রাম কমলের এই পোষ্টের কমেন্ট বক্সে পরিচালক তথা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় কমেন্ট করে লেখেন, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’ কৌশিক গঙ্গোপাধ্যায় ছাড়াও একাধিক গণমান্য ব্যক্তি এবং নেটিজনেরা কমেন্ট করে রাম কমল মুখোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
প্রসঙ্গত, ‘বিনোদিনী একটি নটির উপাখ্যান’ সিনেমাটি বিখ্যাত নাট্য শিল্পী বিনোদিনী দাসীর জীবনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল। বিনোদিনী দাসী, যিনি সমস্ত সামাজিক রীতিনীতি লংঘন করেছিলেন এবং বাংলা থিয়েটারকে পৌঁছে দিয়েছিলেন সাফল্যের শিখরে। বিনোদিনী দাসীর জীবনের সংগ্রাম, আবেগ, বিশ্বাসঘাতকতা এবং বিজয় যাত্রার সমস্ত দৃশ্য তুলে ধরা হয়েছিল এই ছবির মাধ্যমে।