প্রায় ২ বছর হতে চলল কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ দাম্পত্য জীবন অতিবাহিত করছেন। একমাত্র মেয়েকে নিয়ে বেশ সুখেই কাটছে তাঁদের জীবন। কিন্তু এর মধ্যেই কাঞ্চনকে নিয়ে একটি বড়সড় অভিযোগ করে বসলেন শ্রীময়ী। কী বললেন তিনি?
সম্প্রতি কাঞ্চন একটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে তিনি বলেন, ‘একটি মেয়ে যখন ছোট থাকে তখন তার মা তার যত্ন নেয়। সেই মেয়ে যখন বড় হয়ে যায় তখন আবার মায়ের যত্ন নেয়। কিন্তু এখানে একেবারে উল্টো পুরান। এখনও আমার স্ত্রীর যত্ন নিতে হয় তার মাকেই।’
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
কাঞ্চনের কথার মাঝেই দেখতে পাওয়া যায় শ্রীময়ীর চুল বেঁধে দিচ্ছেন তাঁর মা। তবে কাঞ্চনের মতে শুধু তাঁর শাশুড়ি মা শুধু চুল বেঁধে দেন তা নয়, মেয়েকে খাইয়েও দেন। এই কথা শুনে শ্রীময়ী অভিযোগের সুরে বলেন, ‘কি করবে, আমার বর তো আমার যত্নই করে না। তাই বাধ্য হয়ে মাকে করতে হয়।’
শ্রীময়ীর কথা শুনে কাঞ্চন বলেন, ‘আমি শুধু যত্ন পাই না।’ স্বামীর মুখে এই কথা শুনে অভিনেত্রী বলেন, ‘তোমাকে যে আমি রোজ খাইয়ে দি।’ কথাটা সম্পূর্ণ অস্বীকার করেন কাঞ্চন। এরপরই দুজনের মধ্যে হালকা খুনসুটি শুরু হয়ে যায়। কাঞ্চন বলেন, ‘তুমি শুধু খাবার প্যাক করে দাও কোনদিন খাইয়ে দাও না।' তখন রেগে গিয়ে শ্রীময়ী বলেন, 'ব্যাপারটা একই হল।’
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
মেয়ে জামাইয়ের এই খুনসুটি পাশে বসে হাসির মুখে উপভোগ করতে থাকেন শাশুড়ি মা। এরপরেই শ্রীময়ী বলে বসেন, ‘তোমার তো দুটো মেয়ে। ছোট মেয়ে কৃষভি, বড় মেয়ে আমি। তোমার উচিত দুজনেরই যত্ন নেওয়া। আমি তো সবকিছুই তোমার থেকেই শিখেছি।’ এইভাবেই স্বামী স্ত্রীর ঝগড়া শেষ হয়।
শ্রীময়ীর পোস্ট দেখে অনেকেই বলে বসেন, ‘মজা করতে করতে আপনি তো নিজেকে কাঞ্চন মল্লিকের মেয়ে বলে বসলেন’ কেউ কেউ আবার গোটা ব্যাপারটাকে ‘ন্যাকামো’ বলে অভিহিত করেন। তবে ছেলে মেয়ে মায়ের কাছে যে সারা জীবন ছোটই থাকে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।