উনিশ বছর পরে মহালয়ার অনুষ্ঠানে ফিরছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে চলেছে জাগো দুর্গা। মহাজাতি সদনে, আগামী ২১ সেপ্টেম্বর, বিকেল ৫:৩০টা থেকে। এই অনুষ্ঠানের অন্যতম প্রাপ্তি মহালয়ার পুন্য তিথিতে প্রায় উনিশ বছর পর অনুষ্ঠান করবেন আরতি মুখোপাধ্যায়।
আছে আরও চমক
একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন কবীর সুমন, স্বাগতালক্ষী দাশগুপ্ত, সৈকত মিত্র, দেব চৌধুরী প্রমুখ। থাকছেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিস বসু, মৌণিতা চট্টোপাধ্যায়। ব্যাবস্থাপনায় বাবুতাই ঘোষ। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে মহালয়ার সন্ধ্যার এই অনুষ্ঠান।
আরও পড়ুন - অস্কারজয়ী অভিনেতা রবার্ট রেডফোর্ডের মৃত্যুতে আবেগঘন পোস্ট অঞ্জন-সুমনের
নিজের লেখা গান গাইবেন সুমন
অনুষ্ঠান প্রসঙ্গে জানাতে গিয়ে শিল্পী কবীর সুমন জানালেন, "এইদিনে আমরা বাংলা আধুনিক গান গাইব। আমি আমার তৈরি বাংলা গান গাইব। থাকবেন আরও অনেক শিল্পীরা।"
আরও পড়ুন - গৃহ যুদ্ধ থেকে জীবন যুদ্ধ, ভবানী পাঠককে সঙ্গে নিয়ে জয়যাত্রা ‘দেবী চৌধুরানী’-র
শহরের স্মৃতিচারণা করলেন শিল্পী
অন্যদিকে, মহালয়ার অনুষ্ঠানে প্রায় উনিশ বছর পর সঙ্গীত পরিবেশন করবেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়। তিনি জানান, "এই শহর আমার প্রাণের শহর, গানের শহর, মহালয়ার দিনে গান গাইতে আসছি সত্যি খুব ভালো লাগছে।"