'অপারেশন সিঁদুর' ঘিরে পাকিস্তান সংসদে দাঁড়িয়ে পাক পিপিপি পার্টির সাংসদ বিলাওয়াল ভুট্টো বলেছিলেন, ‘যদি তাদের (ভারতের) সাহস থাকত, তাহলে তারা দিনের বেলায় হামলা ঘোষণা করত।’ বিলাওয়ালের সেই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের অন্ত ছিল না! সেই মন্তব্যের কয়েক মাস পর এবার ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান জানালেন, কেন ৭ মের রাত ১ টার সময় পাকিস্তানে ভারতীয় সেনার স্ট্রাইক চলেছিল!
বৃহস্পতিবার চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান বলেছেন যে অসামরিক হতাহত এড়াতে অপারেশন সিঁদুরের সময় সশস্ত্র বাহিনী গভীর রাতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম আক্রমণ চালিয়েছে। সামরিক প্রধান এদিন ঝাড়খণ্ডের রাঁচিতে স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, যেখানে তিনি সামরিক ও অসামরিক মিশনের জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে জেনারেল চৌহান বলেন, ‘অসামরিক হতাহত এড়াতে ৭ মে রাত ১টায় প্রথম আক্রমণ চালানো হয়েছিল।’
( Good Luck Astrology: দুর্গাপুজো ২০২৫র আগেই সমসপ্তক যোগ তৈরি! কপাল খোলার লিস্টে কারা?)
অনুষ্ঠানে অনিল চৌহান বলেন,'রাতের বেলায় দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানোর জন্য বিশেষ প্রচেষ্টার প্রয়োজন ছিল।' রাঁচিতে স্কুলের শিশুদের সাথে কথা বলতে গিয়ে সামরিক প্রধান বলেন যে 'ফৌজ'ই একমাত্র জায়গা যেখানে কোনও স্বজনপোষণ নেই এবং শিশুদের দেশের সেবা করার জন্য সশস্ত্র বাহিনীতে যোগদানের আহ্বান জানান। তিনি বলেন, 'ফৌজ' (সেনাবাহিনী)ই একমাত্র জায়গা যেখানে কোনও স্বজনপোষণ নেই... জাতির সেবা করতে এবং দেশ ও বিশ্বকে অন্বেষণ করতে চাইলে আপনার সশস্ত্র বাহিনীতে যোগদানের আকাঙ্ক্ষা থাকা উচিত।'
( Raj Yog 2025: মহালয়ার ২০২৫র আগেই শুভ যোগ! একগুচ্ছ রাশির প্রাপ্তির ঝুলি ভরবে, লাকি কারা?)
( Hasina Yunus issue: হাসিনার পতনের ঠিক আগের দিন ৪ অগস্ট ইউনুসের কাছে কোন প্রস্তাব যায়? বিস্ফোরক নাহিদ)
উল্লেখ্য, ৭ মের ওই স্ট্রাইকে জৈশ-ই-মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসী সংগঠনগুলির নয়টি সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করে। চারদিনের তীব্র লড়াইয়ের পর শেষমেশ সংঘর্ষ বিরতি আসে।
(এই প্রতিবেদন অনুবাদ হয়েছে এআই দ্বারা)