মীন রাশিতে রয়েছেন শনিদেব। আর গত ১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করেছেন সূর্য। ফলত তাঁরা নিজেদের অবস্থানে থেকেই তৈরি করেছেন সমসপ্তক যোগ। এই যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এদিকে, দুর্গাপুজোর আগে, একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন এই যোগ থেকে। ফলত, দেবী দুর্গা আসার আগেই কপাল খুলতে চলেছে বহু রাশির। কারা লাকি? রইল তালিকা।
মকর
সমসপ্তক যোগের ফলে মকর রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছে। চাকরিরতরা কর্মস্থালে বেশ কিছু সম্মান পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। যেকোনও কাজে আসা বাধা দূর হবে। পরিবারের যোগ্য সঙ্গত পাবেন। সম্পত্তি বা কোনও গাড়ি, বাড়ি কিনতে পারেন। ব্যক্তিগত জীবন ভালোর দিকে যাবে। দাম্পত্য জীবন থেকে সমস্যা দূরে চলে যাবে। বাবার সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে।
( Hasina Yunus issue: হাসিনার পতনের ঠিক আগের দিন ৪ অগস্ট ইউনুসের কাছে কোন প্রস্তাব যায়? বিস্ফোরক নাহিদ)
কুম্ভ
ভালো সময় শুরু হয়ে গিয়েছে কুম্ভ রাশির। নানান দিক থেকে ব্যপক লাভ হবে। নানান সূত্র থেকে আসতে পারে টাকা। যাঁরা ব্যবসা করছেন তাঁরা ভালো লাভ পাবেন। আর্থিক পরিস্থিতিত ভালোর দিকে যাবে। টাকার অনেকটাই সেভিং করতে পারবেন বলে মত ভবিষ্যবাণীর। ফলত বাড়বে পুঁজি। বিনিয়োগ থেকে পাবেন লাভ। কাজের সম্পর্কিত কোথাও যাত্রা করতে পারবেন।
কর্কট
কোথাও আটকে থাকা টাকা হাতে পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। লোকজনের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। কাজে আসা বাধা দূর হবে। ব্যবসায়ীরা কোনও নতুন অর্ডার পেতে পারেন। বহু দিন ধরে যে সুযোগের অপেক্ষা করছেন, তা সম্ভবত এবার হাতে পেতে পারেন। ভাগ্য সহযোগিতা করবে। ব্যবসায় ব্যাপক লাভ হবে।
( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। বি.দ্র-আমরা দাবি করি না যে এই নিবন্ধে প্রদত্ত তথ্য সম্পূর্ণ সত্য বা সঠিক। আরও বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে একজন সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।)