গত জুলাই মাসে কন্যা সন্তানের জন্মের পর সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। সদ্যোজাতকে নিয়ে কেমন কাটছে সময়? কতটা তিনি সামলাতে পারছেন একরত্তিকে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি রিল শেয়ার করে সেই বর্ণনাই দেওয়ার চেষ্টা করেছেন অভিনেত্রী।
বুধবার ইনস্টাগ্রাম স্টোরিজে একটি রিল শেয়ার করেছেন কিয়ারা যেখানে রিহানাকে মাতৃত্ব নিয়ে খোলামেলা আলোচনা করতে দেখা যায়। কীভাবে মা হওয়ার পর অন্যান্য মায়েদের প্রতি তাঁর শ্রদ্ধা শতগুণ বেড়ে গিয়েছে, সেই কথাই শেয়ার করতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
রিহানার ভিডিয়ো পুনরায় পোস্ট করেছেন কিয়ারা, যার ফলে বোঝাই যাচ্ছে তিনি এখন কতটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। অভিনেত্রী যে রিল শেয়ার করেছেন সেখানে রিহানাকে বলতে শোনা যাচ্ছে, আমার মতে মা হওয়া সব থেকে কঠিন কাজ। এই কাজটা অত্যন্ত চ্যালেঞ্জিং। মা হওয়ার তুলনায় কঠিন কাজ আর কিছুই হয় না। তাই সবসময় আমি সব মায়ের সম্মান করি।

রিহানাকে আরও বলতে শোনা যায়, আমার মনে পড়ছে না আমি কখনও আমার মাকে অসুস্থ হতে দেখেছি। তুমি যখন বড় হবে তখন তুমি বুঝবে যে এটা মোটেই সহজ কাজ নয়। যখন তুমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে উঠবে, তোমার কাছে তখন মাকে অতি মানবীয় মনে হবে। একটা মানুষ কি করে সবকিছু এত সুন্দরভাবে সামলাতে পারে সেটা ভেবে প্রতিটা মুহূর্তে মায়েদের প্রতি তোমার সম্মান বাড়বে। আমি ছোটবেলায় যেমন আমার মাকে সম্মান করতাম বড় হয়ে তাকে আরও বেশি সম্মান করি।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
প্রসঙ্গত, সম্প্রতি কপিল শর্মা অনুষ্ঠানে এসে সিদ্ধার্থ মালহোত্রা বলেন, মেয়ে হওয়ার পর সবকিছু নিয়ম পাল্টে গিয়েছে। সারারাত প্রায় না ঘুমিয়েই কেটে যাচ্ছে। অনেক সময় রাত তিনটে বা চারটার সময় উঠে খাওয়াতে হচ্ছে মেয়েকে। তবে আমি শুধুই উপস্থিত থাকছি, পুরোটাই একা সামলাচ্ছে কিয়ারা।