বলিউডের কুইন দীপিকা পাড়ুকোনকে নিয়ে বড় খবর সামনে এসেছে। পরিচালক নাগ অশ্বিনের মেগা-বাজেটের ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েল তৈরির কাজ চলছে, তবে দীপিকা পাড়ুকোনকে আর এতে দেখা যাবে না। ‘কল্কি ২৮৯৮ এডি’-এর নির্মাতা বৈজয়ন্তী ফিল্মস, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে আনুষ্ঠানিক ভাবে এই খবর ঘোষণা করেছে।
আরও পড়ুন: এল জোয়ার ভাঁটা-র ১ম টিআরপি! বিজয়ী পরশুরাম, পরিণীতা-রাণী ভবানীরা কত নম্বরে?
আরও পড়ুন: স্বরার স্বামী ফাহাদ এবার কঙ্গনাকে 'খারাপ রাজনীতিবিদ' বলে কটাক্ষ করলেন!
নির্মাতারা কী বলেছেন?
তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, 'আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হচ্ছে যে দীপিকা পাড়ুকোন কল্কি ২৮৯৮ এডি'-এর আসন্ন সিক্যুয়েলের অংশ হবেন না। অনেক আলোচনার পর, আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 'কল্কি ২৮৯৮ এডি'-এর শ্যুটিংয়ের সময় আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, কিন্তু তা সত্ত্বেও, আমরা এই সহযোগিতা চালিয়ে যেতে পারিনি। প্রকৃতপক্ষে, 'কল্কি ২৮৯৮ এডি'-এর মতো একটি ছবির জন্য নিষ্ঠার প্রয়োজন। আমরা তাঁর ভবিষ্যতের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাই।'
আরও পড়ুন: গম্ভীর আরিয়ানকে হাসিয়ে ছাড়লেন ববি দেওল! বন্ধু পুত্রের সঙ্গে এমন কী করলেন?
আরও পড়ুন: আরিয়ানের সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে সময়ের টি-শার্টে শাহরুখ-পুত্রের মাদক কাণ্ডের আভাস?
ব্যাপারটা কি?
আসলে, দীপিকার মেয়ে দুয়া খুব ছোট। তার বয়স মাত্র এক বছর পূর্ণ হয়েছে। তাঁর মেয়ের দেখাশোনা এবং তাঁর সঙ্গে সময় কাটানোর জন্য, দীপিকা তাঁর কাজের সময় আট ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি জানাচ্ছেন। এই কারণেই তাঁকে বেশ কিছু সিনেমা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ছোটবেলা দাদা সইফের ঘরে ঘুমোতে দেওয়া হত না! ‘মা-বাবা ভয় পেত…’, ফাঁস সোহার
আরও পড়ুন: দিশা পাটানির বাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টার!
প্রসঙ্গত, 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে দীপিকা ছাড়াও প্রভাস, অমিতাভ বচ্চন এবং কমল হাসানের মতো বড় তারকারা অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছিল এবং ভক্তরা এর সিক্যুয়েলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে, ছবিটিতে দীপিকার জায়গায় কাকে দেখা যাবে তার অপেক্ষায় এখন দর্শকরা।
আরও পড়ুন: 'আমি মেনে নিতে শিখেছি...', ৭৩ বছর বয়সে কোন আত্ম উপলব্ধি করলেন জিনাত?