সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ম্যাচ ঘিরে গতকাল চরমে উঠেছিল নাটক। একটা সময় পাকিস্তান দলকে হোটেলে থাকতে বলা হয়েছিল। অ্যান্ডি পাইক্রফ্ট বিতর্কে পাকিস্তান ম্যাচ বয়কটের কথা ভাবছিল। পরে অবশ্য তারা আইসিসির সামনে 'আত্মসমর্পণ' করে। কার্যত নকটআউটে পরিণত হওয়া ম্যাচে ইউএই-কে ভালো ব্যবধানেই হারায় পাকিস্তান। তবে একেকটা সময় মনে হচ্ছিল, পাকিস্তান বেশ বিপদে আছে। প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান মাত্র ১৪৬ করতে সক্ষম হয়। তাও পরের দিকে নেমে শাহিন আফ্রিদির ২৯ রানের একটি ঝোড়ো ইনিংসে এই রানে পৌঁছায় তারা। ম্যাচ শেষে অবশ্য পাকিস্তানি অধিনায়ক সলমন আঘা নাম না নিয়ে হুঁশিয়ারি দেন ভারতকে।
সলমন আঘা বলেন, 'এই ম্যাচটা জিতেছি। তবে মাঝের দিকের ওভারে ভাল ব্যাট করতে হবে। গত কয়েকটা ম্যাচেই সমস্যা হয়েছে। এটা নিয়ে কাজ করতে হবে। এখনও সেরা ব্যাটিং করতে পারিনি আমরা। মাঝের দিকের ওভারে ভালো ব্যাট করলে অনায়াসে ১৭০-১৮০ রান তুলতে পারি আমরা। কাদের বিরুদ্ধে খেলব সেটা মাথাতেই রাখছি না। আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য তৈরি। ভাল ক্রিকেট খেলাই আমাদের প্রধান লক্ষ্য। গত কয়েক মাস ধরেই ভালো ক্রিকেট খেলছি আমরা। যে কোনও দলের বিরুদ্ধেই ভাল খেলতে পারি।'
উল্লেখ্য, গতকাল মাস্ট-উইন ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়েছে পাকিস্তান। তবে একটা সময় তারা ম্যাচটি ওয়াকওভার দিয়ে বাড়ির পথে পা বাড়িয়েছিল। এদিকে এই ম্যাচ জিতে ভারতের সঙ্গে গ্রুপ এ থেকে সুপার ৪-এ দ্বিতীয় দল হিসেবে যোগ্যতা পেল পাকিস্তান। রবিবার ভারতের সঙ্গে পাকিস্তানের সুপার ৪-এর ম্যাচ হবে। এদিনে টসে জিতে সংযুক্ত আরব আমিরাত প্রথমে বল করে। পাকিস্তানি অধিনায়ক জানান, তিনি টসে জিতলে প্রথমে ব্যাট করতেন। এই আবহে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ করে পাকিস্তান। ৩৬ বলে ৫০ করেন ফখর জামান এবং ১৪ বলে ২৯ রানে অপরাজিত থাকে শাহিন আফ্রিদি। জবাবে ১০৫ রানেই গুটিয়ে যায় আমিরাতের ইনিংস। মাঝে শুধু রাহুল চোপড়া ও ধ্রুব পারাশার চতুর্থ উইকেটে ৪৮ রানের জুটি ইনিংসটিকে ধরে রেখেছিল। তবে খেল শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেনি তাঁরা।