সোমবার, ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ থেকে বিদায় নিল দুটি দল। গতকাল একদিনেই দুটি ম্যাচ খেলা হয়েছিল এবং উভয় ম্যাচের ফলাফলের পরে একটি দল সুপার ৪ পর্বের টিকিট পাক্কা করে ফেলেছে। আর দুটি দল সুপার ফোরের দৌড় থেকে বাদ পড়েছে। উল্লেখ্য, এর আগে পাকিস্তানের সঙ্গে জিতেও ভারতের সুপার ৪-এর টিকিট পাকা হয়নি। তবে গতকাল গ্রুপ এ-র ম্যাচে ওমান হারতেই ভারতের সুপার ৪-এর টিকিট পাকা হয়ে যায়। সঙ্গে ওমান টুর্নামেন্ট থেকে বাদ হয়ে পড়েছে। (আরও পড়ুন: করমর্দন বিতর্কে গাল ফুলিয়ে নাকভি, পাকিস্তান যদি বয়কটের পথে হাঁটে তাহলে কী হবে?)
আরও পড়ুন: করমর্দন বিতর্কে বয়কটের হুমকি দিয়ে কান্নাকাটি করেও সুর নরম করবে পাকিস্তান?
এদিকে গ্রুপ বি-র ম্যাচে গতকাল হংকংকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এই আবহে তাদেরও ২টি ম্যাচে ২টি জয় চলে এসেছে। তবে খাতায় কলমে এখনও তাদের নামের পাশে 'Q' লেখা হয়নি। তবে হংকং এই টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গিয়েছে। গতকাল প্রথম ব্যাট করতে নেমে হংকং শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪৯ রান করেছিল ৪ উইকেট হারিয়ে। জবাবে ৭ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রানে পৌঁছায় শ্রীলঙ্কা। গতকাল ম্যাচের সেরা নির্বাচত হন শ্রীলঙ্কার পথুম নিশাঙ্কা। তিনি ৪৪ বলে ৬৮ রান করেন। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা আরামে ম্যাচ জিতলেও হংকং একটা সময় ভয় ধরিয়ে দিয়েছিল লঙ্কা শিবিরে। শ্রীলঙ্কা একটা সময় ১২৭ রানে ৬টি উইকেট হারিয়ে ফেলেছিল। তবে শেষের দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার ধুমধারাক্কা ব্যাটিংয়ে এক ওভার এক বল বাকি থাকতেই ম্যাচ জেতে শ্রীলঙ্কা।
সুপার ৪-এর বাকি ৩টি পজিশনের জন্য ৫টি দলের মধ্যে লড়াই রয়েছে। তবে শ্রীলঙ্কার টিকিট প্রায় পাকা ধরে নেওয়া যায়। এদিকে গ্রুপ এ-তে পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি দল যাবে পরের পর্বে। গ্রুপ এ-তে পরের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। তাতে যারা জিতবে, তারাই যাবে সুপার ৪-এ। তবে পাকিস্তান আবার করমর্দন বিতর্কে ম্যাচ বয়কটের কথা বলছে। তাহলে তারা ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।
অন্য গ্রুপে লড়াইটা আফগানিস্তান বনাম বাংলাদেশের। আজ এই দুই দল মুখোমুখি হবে। আজ যদি আফগানিস্তান জিতে যায়, তাহলে তাদের এবং শ্রীলঙ্কার নামের পাশে 'Q' বসে যাবে। ছিটকে যাবে বাংলাদেশ। এদিকে টুর্নামেন্টে টিকে থাকতে বাংলাদেশকে আজকের ম্যাচ জিততেই হবে। তারপর তাদের আশা করে থাকতে হবে যাতে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয়। কারণ বাংলাদেশের নেট রান রেট নেগেটিভে। আফগানিস্তান এখনও ১টি ম্যাচ খেলে সেটিতে জিতেছে। বাংলাদেশের পরে তারা শ্রীলঙ্কার মুখোমুখি হবে।