বিগ বস ১৯-এর প্রতিযোগী তানিয়া মিত্তালের কর্মকান্ড ও কথা বার্তা সব সময়ই থাকে চর্চায়। এর কারণে অনেক সময় তাঁকে ট্রোলের শিকারও হতে করা হয়, তবে এমন কিছু মানুষ আছেন যাঁরা তাঁর পাশেও থাকেন। সম্প্রতি তানিয়াকে একটি পর্বে তাঁর মায়ের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলেছেন। তানিয়া জানিয়েছেন যে তিনি যখন গভীর রাতে তাঁর প্রেমিকের সঙ্গে কথা বলতেন তখন তাঁর মা কী করতেন।
আরও পড়ুন: সেটে ইলিয়ানার উপর চিৎকার অনুরাগের, বকুনি খেয়ে কান্না জোড়েন! ছাড়তে চেয়েছিলেন বরফি
আরও পড়ুন: বিরাট কোহলির বায়োপিক বানানোর কথা শুনে সটান ‘না’, কেন এমন করলেন অনুরাগ কাশ্যপ?
তানিয়া কী বলেছেন?
নেহালের সঙ্গে কথা বলার সময়, তানিয়া বলে যে আমাদের বাড়িতে দুটি রান্নাঘর আছে। একটিতে পেঁয়াজ দিয়ে খাবার রান্না করা হয় এবং অন্য রান্নাঘরে পেঁয়াজ দিয়ে রান্না করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের বাড়িতে রসুন খাওয়াই হয় না। আমাদের প্রতিদিন ভোগ আরতি হয় এবং আমার মা ঈশ্বরকে উৎসর্গ না করে খাবার খান না।
আরও পড়ুন: ‘কমলালেবু আর আপেল…’! সাইয়ারার সঙ্গে কহো না প্যায়ার হ্যায়-র তুলনা, কী বললেন আমিশা
আরও পড়ুন: 'সঙ্গে যদি থাকে বর…', বৃষ্টির দিনে রুবেলকে পাশে নিয়ে কেন এমন বললেন শ্বেতা?
তানিয়া আরও জানান কীভাবে তাঁর মা তাঁর যত্ন নেন এবং তাঁকে ভালোবেসে যত্নে রাখেন। তিনি বলেন, ‘তখন আমার একজন বয়ফ্রেন্ড ছিল এবং আমি ওঁর সঙ্গে গভীর রাত পর্যন্ত ধরো ২-২:৩০ পর্যন্ত কথা বলতাম, তখন আমার মা ঘুমাতেন না। তিনি আমাকে উপরের ঘরের সিঁড়িতে আমার বন্ধুর সঙ্গে কথা বলতে বলতেন। কিন্তু ফিরে আসার পর ওঁর সঙ্গে ঘুমানো আমার জন্য জরুরি ছিল। তিনি সবসময় আমাকে গল্প বলতেন। শেষে সব সময় ভগবান রামের গল্প থাকত।’
তবে এই কথা বার্তা শেষ পর্যন্ত ঝগড়ায় রূপান্তরিত হয় যখন ক্যাপ্টেন অমল মালিক নেহালকে দুপুরের খাবার রান্নার দায়িত্ব দেন। নেহাল তাঁকে দুপুরের খাবারের পরিবর্তে রাতের খাবারের দায়িত্ব দিতে বলেন। কিন্তু অমল তা প্রত্যাখ্যান করে। নেহাল তখন খাবার রান্না করে কিন্তু দেরি হয়ে যায়। রান্না করতে দেরি হওয়ার কারণে সবাই নেহালের কাছে অভিযোগ করে, যা নিয়ে তিনি খুব বিব্রত হয়ে পড়েন।