ইলিয়ানা ডি'ক্রুজের কাছে বরফি তাঁর কেরিয়ারের অন্যতম স্পেশ্যাল ছবি। শুধু ইলিয়ানাই নয়, চলচ্চিত্র প্রেমী থেকে বোদ্ধা সবার মনে বিশেষ জায়গা জুড়ে রয়েছে বরফি। তবে এমন একটি মুহুর্ত ছিল যখন তিনি মাঝপথে এই ছবি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কেন জানেন?
সেই কাহিনি সম্প্রতি ফাঁস করেছেন নায়িকা। পরিচালক অনুরাগ বসু কোনও কারণ ছাড়াই বরফির সেটে ইলিয়ানার উপর চিৎকার করেছিলেন, যার জেরে বিরক্ত হয়েছিলেন নায়িকা। ইলিয়ানা ডি'ক্রুজ বারফির স্মৃতির দিকে ফিরে তাকিয়ে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন ‘একদিন সকালে, আমি সকালে সেটে আমি বেশ খোশমেজাজে ছিলাম এবং তিনি (অনুরাগ বসু) খুব খারাপ মেজাজে ছিলেন। কিছু একটা তাঁকে বিরক্ত করেছিল এবং সেই কারণে তিনি আমার উপর চোটপাট করেন এবং আমি সত্যিই বিরক্ত হয়েছিলাম। তাই আমি বললাম, দাদা, শোনো, যদি আপনি মনে করেন যে আমি ঠিক নই এই চরিত্রের জন্য এবং যদি আপনি আমার করা কাজে সন্তুষ্ট না হন তবে আমি এই ছবি ছেড়ে চলে যাব। আমি তোমার বিরুদ্ধে মামলা করব না। আমি চলে যাব। আমি গল্পটি খুব পছন্দ করি এবং আপনি যদি মনে করেন যে আমি এই অংশের জন্য সঠিক না তাহলে আমার থেকে লাভ নেই’।
ইলিয়ানা আরও বলেন,'উনি এরপর একদিকে গিয়েছিলেন, আমি কাঁদতে কাঁদতে অন্য দিকে গিয়েছিলাম এবং প্রযোজককে ডেকেছিলাম। এবং আমি বললাম, না, আমি চলে যাচ্ছি'। তিনি আরও বলেন, ‘আমি বিদ্যার স্বামী সিদের (সিদ্ধার্থ রয় কাপুর) সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি বলেছিলেন যে তিনি আসছেন, শুধু দৃশ্যগুলো করুন। তাই আমি যাই, রেডি হই, মেকআপ করলাম, আর দাদা হেঁটে ফিরে আসে আর তিনিই একমাত্র যে আমাকে ইলু বলে ডাকতেন। আমি অন্য কাউকে ইলু বলে ডাকার অধিকার দিইনি। খানিক পরে তিনি এসে বলেন আমি খারাপ সময়ে ওঁনার কাছে গিয়েছিলাম। আমি যেন তাঁর কথায় কিছু মনে না করি, এরপর উনি আমাকে জড়িয়ে ধরেন।’
২০১২ সালে মুক্তি পেয়েছিল বরফি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর, ইলিয়ানা ও প্রিয়াঙ্কা চোপড়া। ১৯৭০-এর দশকে দার্জিলিং এবং কলকাতার প্রেক্ষাপটে সাজানো এই ছবি দার্জিলিংয়ের একজন মুক-বধির যুবক বরফির। যে চরিত্রে দর্শক দেখেছে রণবীরের মনকাড়া অভিনয়। অন্যদিকে অটিস্টিক তরুণী ঝিলমিলের ভূমিকায় নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা। বরফির প্রথম প্রেম শ্রুতির চরিত্রে দেখা মিলেছিল ইলিয়ানা। সমাজ ও পরিবারের চাপে বরফির বদলে ভালো চাকুরিজীবী ছেলেকে বিয়ে করেছিল শ্রুতি। পূর্ণতা পায়নি তাঁর প্রেম। শ্রুতির সেই টানাপোড়েন ফুটিয়ে তুলেছিলেন ইলিয়ানা।
সৌরভ শুক্লা, আশিস বিদ্যার্থী, যিশু সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায় এবং হারধান বন্দ্যোপাধ্যায়েও দেখা গিয়েছিল এই ছবিতে। ইলিয়ানাকে শেষবার দেখা গিয়েছিল শিরশা গুহ ঠাকুরতার ২০২৪ সালের রোমান্টিক কমেডি দো অউর দো প্যায়ার, যেখানে বিদ্যা বালান, প্রতীক গান্ধী এবং সেন্ধিল রামামূর্তিও অভিনয় করেছিলেন।