চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারহা খান সম্প্রতি তাঁর রান্নার ভ্লগের নতুন পর্বের শ্যুটিংয়ের জন্য হরিদ্বারে বাবা রামদেবের আশ্রমে গিয়েছিলেন। আর এখানেই ফারহাকে বলতে শোনা যায়, বাবা রামদেব নাকি অনেকটা সলমন খানের মতো!
কেন ফারহা খান মনে করেন বাবা রামদেব সলমন খানের মতো?
ভিডিয়োতে দেখা যায় যে, বাবা রামদেব নিজেই ফারহাকে তাঁর বিশাল আশ্রম ঘুরিয়ে দেখান। যেখানে রয়েছে ধ্যান কেন্দ্র, কুটির এবং চারদিকটা ছবির মতো সাজানো। মনের শান্তি ও প্রার্থনার জন্য একেবারে উপযুক্ত পরিবেশ। ফারহাকে ঘুরিয়ে দেখাতে দেখাতে বাবা রামদেব বলেন, ‘আমরা মানুষের থাকার জন্য মহল বানিয়েছি, আর নিজেদের জন্য কুটির।’
এতে ফারহা তাঁর স্বাভাবিক হাস্যরসের সঙ্গে উত্তর দেন, ‘তাহলে তো আপনি সলমন খানের মতো। নিজে ১বিএইচকে ফ্ল্যাটে থাকেন। আর সবার জন্য রাজমহল বানিয়ে দিয়েছেন।’
এই তুলনায় যোগ গুরু নিজেও হেসে ফেলেন এবং বলেন, ‘হ্যাঁ। এই কথাটা একদম সত্যি।’ এই এপিসোডে ফারহা খানকে বাবা রামদেবের এনার্জি আর অ্যাপিয়ারেন্সেরও প্রশংসা করতে দেখা যায়। জানতে চান, বাবা রামদেব কখনো বলিউডে যোগদান করার কথা ভেবেছেন কি না?
ফারহা খানের রান্নার ভ্লগ সম্পর্কে:
চলচ্চিত্র নির্মাতা ২০২৪ সালে তাঁর রান্নার ভ্লগের সিরিজ শুরু করেন ইউটিউবে। ফারহা বিভিন্ন সেলিব্রিটিদের বাড়িতে তাঁর বিশ্বস্ত রাঁধুনি দিলীপকে সঙ্গে নিয়ে যান। একসঙ্গে, তাঁরা নতুন রেসিপি খোঁজেন। সঙ্গে তারকাদের সঙ্গে চলে মজার আড্ডা। এমনকী, তারকাদের ভিতরের কথাও মাঝেমাঝে উঠে আসে ফারহার আড্ডায়।
আর ফারহার রান্নার ভ্লগে বিশেষ করে যে মানুষটা নজর টানে তিনি হলেন রাঁধুনী দিলীপ। ফারহা আর দিলীপের রসায়ন এই শো-এর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।