বিশ্বের অন্যতম বিখ্যাত প্রদর্শনী মিউনিখ অটো শো। সারা বিশ্বের সেরা মডেলের গাড়ি স্থান পায় এই প্রদর্শনীতে। গত কয়েক বছর ধরেই চিনের ইলেকট্রিক গাড়ির চোখ ধাঁধানো প্রদর্শনী স্থান করে নিয়েছিল এই শোতে। কিন্তু এই বছর সেভাবে দেখাই মিলল না তাদের। ঝিমিয়ে যাচ্ছে চিনের ইলেকট্রিক গাড়ির বাজার? উদ্বেগের ভাঁজ বিশেষজ্ঞদের কপালেও।
এই বছর ব্যতিক্রম
মার্কিন যুক্তরাষ্ট্রে এলন মাস্কের সংস্থা টেসলা ইলেকট্রিক গাড়ির উৎপাদন প্রথম শুরু করে। কিন্তু অচিরেই চিন টেসলাকে টেক্কা দিতে শুরু করে। চিনের চোখ ধাঁধানো ইলেকট্রিক গাড়ি বাজারে বিপুল জনপ্রিয়তা লাভ করে। পাশাপাশি সেরা মানের জন্য স্থান করে নেয় মিউনিখ অটো শোয়ের মতো সম্মাননীয় শোতেও। কিন্তু এই বছর তার ব্যতিক্রম দেখা গেল। যা ভাবাচ্ছে অটোমোবাইল জগতের বিশেষজ্ঞদেরও।
কী বলছেন বিশেষজ্ঞরা?
এনডিটিভি প্রফিটকে একটি সাক্ষাৎকারে টাটা টেকনলজিসের ওয়ারেন হ্যারিস বলেন, ‘এবার মিউনিখ অটো শোতে চীনা ইভি নির্মাতারা ততটা দৃশ্যমান ছিল না। বরং ইউরোপীয় সংস্থাগুলি মডেল অনেক বেশি আকর্ষণীয় ছিল। বলা ভালো, প্রত্যাশার চেয়েও বেশি।’
আরও পড়ুন - যাদবপুরকাণ্ডে FIR দায়ের করলেন মৃতার বাবা, সন্দেহের তালিকায় কারা? কার নামে অভিযোগ
সেপ্টেম্বরেই মিউনিখ অটো শো
প্রসঙ্গত, এই বছর ৯ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় মিউনিখের এই অটো শো। বৈদ্যুতিক যানবাহনকে পরিবেশের স্বার্থে বেশি গুরুত্ব দিয়ে প্রদর্শন করা হয় এই শোতে। প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছে এই অটো শো একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বলে মনে করা হয়। তবে এই বছর চাইনিজ ইভি নির্মাতারা সেভাবে নজর কাড়তে পারেনি দর্শকদের।
আরও পড়ুন - মার্কিন মুলুকের বহু রাজ্যে স্টারলিংক ডাউন! হাই স্পিড ডেটা কই? কী অভিযোগ ইউজারদের
কেন?
প্রসঙ্গত ২০২২ সালে চিনে যত গাড়ি বিক্রি হয়েছিল তার ২৫ শতাংশ ছিল ইভি বা ইলেকট্রিক গাড়ি। বিশ্বে ইলেকট্রিক গাড়ির সবচেয়ে বড় বাজারও চিন। পরিসংখ্যানের নিরিখে দেখা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের তুলনায় এগিয়ে চিন। মার্কিন মুলুকে প্রতি ৭ টি গাড়ির ১টি ও ইউরোপে প্রতি ৮টি গাড়ির ১টি ইলেকট্রিক গাড়ি। সেখানে এই বছর চোখ টানতে পারল না চিন। কেন-র উত্তর খুঁজছেন বিশেষজ্ঞরা।