কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম অবসর গ্রহণ করলেন। তাঁর বিদায়ের পর আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন বিচারপতি সৌমেন সেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরও পড়ুন: তন্ত্রসাধনায় নরবলি! ফাঁসির সাজা বাতিল করে ২ জনকে বেকসুর খালাস হাইকোর্টের
হাই কোর্টের বিচারকদের মধ্যে সৌমেন সেন সবচেয়ে বরিষ্ঠ হওয়ায় স্বাভাবিক নিয়মেই তাঁকেই এই পদে বসানো হয়েছে। তবে কলেজিয়াম ইতিমধ্যেই তাঁকে মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি পদে সুপারিশ করেছে। সেই সুপারিশ কার্যকর হলে তাঁকে দ্রুতই কলকাতা ছেড়ে যেতে হতে পারে। ফলে স্থায়ী প্রধান বিচারপতি কে হবেন, তা নিয়ে আইনজীবী মহলে জল্পনা তৈরি হয়েছে। ২০১১ সালের ১৩ এপ্রিল কলকাতা হাই কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব নেন সৌমেন সেন। তাঁর বিচারপতি পদে মেয়াদ রয়েছে ২০২৭ সালের ২৬ জুলাই পর্যন্ত। বিচারপতি হিসেবে নানা গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন তিনি। একাধিকবার স্পষ্টভাষী মন্তব্য ও সিদ্ধান্তের জন্য তিনি শিরোনাম কেড়েছেন।
তাঁর বিচারপতি জীবনের অন্যতম আলোচিত অধ্যায় হল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ। মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত মামলায় গঙ্গোপাধ্যায়ের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ খারিজ করেছিল। পরে আবার গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ সংশোধন করে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। দুই বিচারপতির এই টানাপোড়েন এতটাই বাড়ে যে, শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় সুপ্রিম কোর্টকে। শীর্ষ আদালত মামলা সরিয়ে নেয় কলকাতা হাই কোর্ট থেকে।
এখন বিচারপতি সৌমেন সেন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেও কলেজিয়ামের সুপারিশ কার্যকর হলে তাঁকে মেঘালয় হাই কোর্টের দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে কলকাতার স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে কাকে আনা হবে, সেই নিয়ে আইনি মহলে চর্চা শুরু হয়েছে।