দুর্গাপুজো ২০২৫ র কাউন্টডাউন তুঙ্গে। আর হাতে গোনা কয়েকদিন পরই বাঙালির প্রাণের উৎসব শুরু হবে। ঘরে আসবেন উমা। উৎসবের মরশুমে গা ভাসানোর অপেক্ষায় গোটা বাংলা। এদিকে জ্যোতিষমত বলছে, ইতিমধ্যেই গ্রহদের অবস্থানের ভিত্তিতে তৈরি হওয়া নবপঞ্চম যোগ তৈরি হয়েছে। জ্যোতিষ গণনা অনুসারে এই নবপঞ্চম যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা লাকি? দেখে নিন।
সিংহ
গুরু বৃহস্পতি ও সেনাপতি মঙ্গলের নবপঞ্চম যোগের ফলে ভাগ্য খুলতে চলেছে সিংহ রাশির। ছাত্ররা বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারেন। আপনি বিদেশযাত্রা করতে পারেন। আপনি নিজের সময়ের ভালোভাবে কাটাতে পারেন। আপনি বহু সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে প্রগতি দেখতে পারেন। ছাত্ররা বিদেশে গিয়ে পড়াশোনার সুযোগ পেতে পারেন। প্রেম জীবনে সাফল্য পেতে পারেন। বৈবাহিক সম্পর্ক ভালো হতে পারে।
( Price Slash: সস্তা হচ্ছে কিসান জ্যাম, হরলিক্স সহ বহু কিছু! দাম জানাল HUL, কমবে কবে থেকে?)
( Neech Bhanga Yog: ধনবর্ষণের সম্ভাবনা একগুচ্ছ রাশিতে! আসছে নিচভঙ্গ রাজযোগ, লাকি কারা?)
ধনু
এই সময় আপনার সুখ বৃদ্ধি পেতে পারে। সন্তান সম্পর্কে কোনও ভালো খবর পেতে পারেন এই সময়। আপনি যদি ছাত্র হন, তাহলে কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভর্তি হতে পারবেন। মান সম্মান হু হু করে বাড়বে। দেশ বিদেশে যেতে পারবেন। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে।
কন্যা
এই সময় আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে। চাকরিরতদের কাজের দিক থেকে সময় ভালো কাটবে। সুখ, সমৃদ্ধি বাড়তে পারে, কাজের উন্নতি হতে পারে। সামাজিক পরিসর বাড়তে পারে। ব্যবসায়ীরা ভালো কোনও অর্ডার পেতে পারেন। আপনার পরিশ্রম আপনাকে সিনিয়রদের নজরে আনবে। আপনার মান সম্মান বাড়তে পারে। দেশ বিদেশের যাত্রা করতে পারে, মান সম্মান বাড়তে পারে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )