বলিউডের শক্তিশালী অভিনেতা মনোজ বাজপেয়ী তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য পরিচিত। তবে তাঁর ভক্তদের মধ্যে, তাঁর মেয়ে আভা নায়লাকে নিয়ে আলোচনার শেষ নেই। নিয়মিত সে থাকে শিরোনামে। আভাকে প্রায়শই কোনও না কোনও অনুষ্ঠানে তাঁর বাবার সঙ্গে দেখা যায়। এখন তাঁর বয়স ১৪ বছর। মনোজ বাজপেয়ীরের একমাত্র সন্তান সে।
আরও পড়ুন: ইডলি কেনার টাকা ছিল না, তাই ফুল বিক্রি করতে হত ধনুশকে! নায়কের কথা শুনে অবাক নেটপাড়া
আরও পড়ুন: ক্লিনিক্যালি ডেড ছিলেন অমিতাভ! বেঁচে ফিরতে নিতে হয় ৬০ বোতল রক্ত, সঙ্গে আসে এই কঠিন রোগ
আভা নায়লার হিন্দি বলতে কিছুটা সমস্যা হয়। সেই নিয়ে খানিক হতাশ মনোজ। সে প্রায়শই ইংরেজিতে কথা বলে। মনোজ বাজপেয়ী অনেক সাক্ষাৎকারে মজা করে বলেছেন যে তাঁর মেয়ে 'সম্পূর্ণ ইংরেজ' হয়ে গিয়েছে। এমনকী তার হিন্দি শিক্ষকও মাঝে মাঝে তার ভাষা নিয়ে হতাশ হন। একটি ঘটনা বর্ণনা করে মনোজ বলেছিলেন যে, যখন ছবির সেটে কেউ আভাকে তার বাবার নাম জিজ্ঞাসা করেছিল, তখন সে হিন্দিতে উত্তর দিতে দ্বিধা বোধ করত।
আরও পড়ুন: ‘তারক মেহতা কা উল্টা চশমা’র ববিতাজি' মুনমুনের ভিডিয়ো ভাইরাল! জানেন সেই ভিডিয়োয় কী দেখা গিয়েছে?
আরও পড়ুন: অক্টোবর-নভেম্বরেই আসতে পারে ক্যাটরিনা ও ভিকির প্রথম সন্তান? সুখবরের জল্পনায় কি তবে সিলমোহর?
আভা বর্তমানে কী করে?
বর্তমানে আভা স্কুলের পড়ে। পড়াশোনার ক্ষেত্রে সে বেশ মনোযোগী। মনোজের মতে, সে একজন সাধারণ শিশুর মতো জীবনযাপন করছে এবং অভিনয় জগতে আসার তার কোনও ইচ্ছা নেই। তবে, সে ধীরে ধীরে হিন্দি চলচ্চিত্র এবং টিভি সিরিয়াল দেখে তার হিন্দি ভাষা ভালো করার চেষ্টা করছে।
আরও পড়ুন: আরিয়ান খানের সিরিজ থেকে কাজলের ‘দ্য ট্রায়াল’-সহ আর কী কী এই সপ্তাহে মুক্তি পাবে ওটিটিতে?
আরও পড়ুন: দিল্লির ইডি-র দফতরে মিমি, ঘণ্টা পাঁচেক চলছে জেরা, মঙ্গলবার হাজিরার আদেশ অঙ্কুশকে
মনোজ বাজপেয়ী এবং তাঁর স্ত্রী শাবানা আন্তঃধর্মীয় বিবাহ করেছেন। মনোজ হিন্দু এবং শাবানা মুসলিম। আভা নায়লার শৈশব কেটেছে মিশ্র সাংস্কৃতিক পরিবেশে। এই কারণেই তার ব্যক্তিত্ব এবং চিন্তাভাবনা উভয়ই খুব আলাদা এবং আধুনিক।

আরও পড়ুন: কাটা ঘায়ে নুনের ছিটে! পাক জাতীয় সঙ্গীতের বদলে বাজে তাঁর গান, খোঁচা দিলেন ‘জলেবি বেবি’ টেশার
আরও পড়ুন: স্বামী-মেয়ে নিয়ে জন্মদিনের কেক কাটলেন ঋষি-কন্যা ঋদ্ধিমা কাপুর! কী বার্তা দিলেন মা নীতু