চলতি বছরেই নতুন সংসার বেঁধেছেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। টেলিপাড়ার জনপ্রিয় মুখ দু'জনে। জানুয়ারিতে সেরেছেন বিয়ে। তার আগে অবশ্য তাঁদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শ্বেতা-রুবেলের মিষ্টি সম্পর্ক নিয়ে নানা চর্চাও হত, কিন্তু তা পুরোপুরি ছিল পজেটিভ। তাঁরাও তাঁদের প্রেম নিয়ে কখনও সেভাবে লুকোছাপা করেননি। তাঁদের নানা মুহূর্তের ছবি তাঁরা নানা সময় ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমের পাতায়। বর্তমানে তাঁদের নানা মুহূর্তের ভিডিয়োও শ্বেতা ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
আরও পড়ুন: মেয়ে আভার এই একটি বিষয় নিয়ে হতাশ মনোজ! জানেন তা কেন?
সোমবারও বরকে পাশে নিয়ে তেমনই এক মিষ্টি ভিডিয়ো তাঁরা ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে। দেখা যায় গাড়িতে করে তাঁরা বৃষ্টির মধ্যেই মামার বাড়ি যাচ্ছেন। সেখানে তাঁদের দুপুরে খাওয়ার নিমন্ত্রণ ছিল। ধূসর রঙের শার্ট ও জিন্সে দেখা মেলে রুবেলের। অন্যদিকে, লাল পাড় কালো শাড়ি ও লাল ব্লাউজে দেখা মেলে নায়িকার। খুব হালকা সাজে সেজেছিলেন তিনি। তাঁর কপালে ছিল ছোট্ট লাল টিপ। গাড়িতে বৃষ্টির মধ্যে যেতে যেতে শ্বেতাকে আইসক্রিম খেতে দেখা যায়। সেখান থেকে রুবেলকেও আইসক্রিম খাইয়ে দেন। ভিডিয়োটি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘বৃষ্টির দিনে আইসক্রিমের ব্যাপারটাই আলাদা। আর সঙ্গে যদি থাকে বর।’ তাঁদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনরা ভালোবাসায় ভরে দিয়েছেন।
প্রসঙ্গত, জি বাংলার জনপ্রিয় মেগা যমুনা ঢাকি করতে গিয়ে সিরিয়ালের সেটে এক অপরের প্রেম পড়েন তাঁরা। তাঁদের সম্পর্ক নিয়ে সেভাবে লুকোছাপা করেননি কখনওই। এমনকী বিয়ের আগেও, একে-অপরের প্রতি ভালোবাসা জাহির করার কোনো সুযোগও ছাড়তেন না। ১৯ জানুয়ারি সাতপাকে ঘোরেন তাঁরা। বৈদিক মতে তাঁদের বিয়ে দেন মহিলা পুরোহিত নন্দিনী।
আরও পড়ুন: ইডলি কেনার টাকা ছিল না, তাই ফুল বিক্রি করতে হত ধনুশকে! নায়কের কথা শুনে অবাক নেটপাড়া
বর্তমানে রুবেলকে জি বাংলার ধারাবাহিকে দেখা যায়। তবে আগে জি বাংলার মেগায় শ্বেতাও কাজ করতেন। একই মেগায় কাজ করতেন না তাঁরা। কিন্তু স্টুডিয়ো এক হওয়ায় প্রায় দিনই একসঙ্গে শ্যুটিংয়ে আসতেন তাঁরা। কাজ করে বেশির ভাগ দিন একসঙ্গে বাড়িও ফিরতেন তাঁরা। শ্বেতা ভট্টাচার্যকে জি বাংলার জনপ্রিয় মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’তে নায়িকা 'শ্যামলী'র ভূমিকায় দেখা যাচ্ছিল। অন্যদিকে, রুবেল দাসকে 'তুই আমার হিরো' ধারাবাহিকের হিরো শাক্যজিতের ভূমিকায় দেখা যাচ্ছে।