জুলাই মাসে মোহিত সুরি পরিচািত ছবি সাইয়ারা মুক্তি পেতে না পেতেই, রীতিমতো গোটা দেশে ঝড় তুলে দিয়েছিল। আহান পাণ্ডে ও অনীত পাড্ডার ডেবিউ সিনেমাকে অনেকেই আবার হৃতিক রোশন ও আমিশা পাটেলের প্রথম ছবি ‘কহো না প্যয়ার হ্যায়’-এর সঙ্গে তুলনা করেছেন। কারণ এটি নবাগতদের নিয়ে তৈরি হওয়া সত্ত্বেও বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছিল। কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অবশ্য আমিশা একপ্রকার এড়িয়েই যান এই তুলনা।
টাইমস নাও-এর সঙ্গে একটি চ্যাটে, আহান পান্ডে এবং অনীত পাড্ডার সাইয়ারার সাফল্য সম্পর্কে মুখ খুলেছেন আমিশা পাটেল। কহো না... প্যায়ার হ্যায় তারকা বলেন, ‘আমি মনে করি, দু'জনেই অসাধারণ কাজ করেছেন এবং তাঁদের অভিনন্দন জানাই। এটা সত্যিই যে বর্তমান সময়ে নতুন মুখ দরকার। যাদের নিয়ে লোকজন ফের মাতামাতি করতে পারবে।’ আমিশা আরও বলেন, ‘সাইয়ারা এমন একটা সিনেমা যা জেন জেডের মধ্যে বেশি ছাপ ফেলেছে। আর কহো না প্যায়ার হ্যায় তো ২৫ বছর পরেও বারবার উঠে আসে লোকের আলোচনায়। এই ছবির গান, হুক স্টেপ এখনও ফলো করা হয়।’
তুলনা সম্পর্কে কথা বলতে গিয়ে আমিশা আরও বলেছেন যে, কমলালেবুকে কখনো আপেলের সঙ্গে তুলনা করা যায় না। কারণ তাঁর প্রথম ছবিটি খুব সুখী সিনেমা ছিল, যা ট্র্যাজিক ছিল না। তবে তিনি আরও যোগ করেছেন, ‘তবে আমি খুশি এই নতুন টার্ম জেন জেড, তারা তাদের পছন্দের অভিনেতা জুটি পেয়েছেন। এমন একটা সিনেমা পেয়েছেন যা তারা ভীষণ উপভোগ করতে পেরেছে।’