যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে চলমান বাণিজ্য আলোচনার মধ্যে টিকটক নিয়ে বড় একটা চুক্তি হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প টিকটককে মালিকানা ত্যাগের জন্য ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছেন। তবে সময়সীমা শেষ হওয়ার মধ্যেই টিকটক নিয়ে একটি চুক্তি হতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এই আবহে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হবে না। জানা গেছে, দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে একটি সমঝোতা হয়েছে। এখন বিষয়টি চূড়ান্ত করার দায়িত্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর।
মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট স্পেনে বাণিজ্য আলোচনায় বসেছিলেন চিনা প্রতিনিধির সঙ্গে। সেই বৈঠকের পর তিনি বলেন, জনপ্রিয় সামাজিক ভিডিয়ো প্ল্যাটফর্ম টিকটকের মালিকানার জন্য চিন ও যুক্তরাষ্ট্র একটি খসড়া চুক্তিতে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রধানমন্ত্রী শি জিনপিং শুক্রবার চুক্তিটি চূড়ান্ত করতে আলোচনা করবেন বলে জানান স্কট। তিনি বলেন, এই চুক্তির লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা পরিবর্তন।' বেসেন্ট বলেন, 'আমরা চুক্তির বাণিজ্যিক শর্তাবলী নিয়ে কথা বলব না। এটা দুটি দলের মধ্যেই রয়েছে আপাতত। তবে ব্যবসায়িক শর্তাবলীতে আমরা একমত হয়েছি।' এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র ও চিনের কর্মকর্তাদের মধ্যে বৈঠক ভালোই হয়েছে এবং একটি 'বিশেষ কোম্পানি' নিয়ে একটি চুক্তি হয়েছে, যাকে আমাদের দেশের তরুণরা রক্ষা করতে চায়।
এর আগে রিপাবলিকান প্রেসিডেন্ট বারবার 'টিকটক'-এর ভবিষ্যতের সময়সীমা বাড়িয়ে এসেছেন। গত এক দশকে 'বাইট ডান্স' দ্বারা পরিচালিত ১০০টিরও বেশি অ্যাপের মধ্যে টিকটক একটি। উল্লেখ্য., এই বাইট ডান্স একটি প্রযুক্তি সংস্থা। ২০১২ সালে চিনা উদ্যোক্তা ঝাং ইমিং প্রতিষ্ঠিত করেছিলেন সংস্থাটিকে। এর সদর দফতর বেজিংয়ের উত্তর-পশ্চিম হাইডিয়ান জেলায় অবস্থিত। ২০১৬ সালে বাইট ডান্স চিনে 'ডুয়িন' নামে একটি শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্ম চালু করেছিল। সেই অ্যাপেরই আন্তর্জাতিক সংস্করণ টিকটক।
কোভিড মহামারির সময় লকডাউন চলাকালীন টিকটক আরও জনপ্রিয়তা অর্জন করেছিল। পরে এই চিনা অ্যাপ নিয়ে নানা সন্দেহ তৈরি হয়। ভারতে এই অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছিল। এই অ্যাপের মালিকানা এবং ডেটা সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা সহ বাকি দেশগুলিও। তবে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে পরপর টিকটকের