এশিয়া কাপ বয়কটের ডাক উঠেছিল ভারতীয়দের মধ্যে থেকে। এরই মধ্যে ভারত ও পাকিস্তানের ম্যাচে সূর্যকুমার যাদবরা হাত মেলাননি শাহিন আফ্রিদিদের সঙ্গে। যা নিয়ে মুখ ফুলিয়ে বসে আছে পাকিস্তান এবং পিসিবি। আর এর মাঝে এবার রিপোর্টে দাবি করা হল, মহসিন নকভির সঙ্গে একই মঞ্চে উঠবে না সূর্যকুমাররা। যদি ভারতীয় দল ফাইনালে ওঠে, তাহলে এসিসি প্রধান হিসেবে মেডেল প্রদান অনুষ্ঠানে মহসিন নকভিকে ভারত 'বয়কট' করতে পারে। উল্লেখ্য, নকভি পাক ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান। পাশাপাশি তিনি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। কয়েকদিন আগেও তিনি ভারতে হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন।
এদিকে গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয়রা পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় সলমন আঘা ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে অংশ নেননি। এই আবহে এনডিটিভির রিপোর্টে দাবি করা হয়েছে, ফাইনালে উঠলে ভারতীয় দলও এসিসি চেয়ারম্যানের সঙ্গে মঞ্চ ভাগ করবেন না। এদিকে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করতে পেরে অভিমানে গাল ফুলিয়ে রেখেছে পাকিস্তান। এই আবহে এশিয়া কাপ বয়কটের হুমকিও দিয়েছিল পিসিবি। বলা হয়েছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে না দেওয় হলে পাকিস্তান নাকি সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ এ ম্যাচ থেকে সরে দাঁড়াবে। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে পাকিস্তানের আসন্ন ম্যাচের দায়িত্বে থাকার কথা পাইক্রফ্টেরই। এই বিতর্কের আবহে পিসিবিকে নাকি চিঠি পাঠিয়েছে জয় শাহের আইসিসি। সেই চিঠিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, পাইক্রফ্টকে কোনও ভাবেই প্যানেল থেকে সরানো হবে না। এই আবহে পাকিস্তান এবার চাইছে, অন্তত এই ম্যাচে রেফারে যেন অন্য কেউ হয়।
এর আগে পিসিবি তথা এসিসি চেয়ারম্যান মহসিন নকভি বলেন, 'আইসিসির আচরণবিধি ও এমসিসি আইন লঙ্ঘনের অভিযোগে পিসিবি আইসিসির কাছে অভিযোগ করেছে। পিসিবি অবিলম্বে এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।' যদিও আইসিসি এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি এই নিয়ে। তবে ক্রিকবাজ জানিয়েছে যে পিসিবির এই দাবিতে আইসিসি কান দেবে না। জানা গিয়েছে, পাইক্রফ্টের অপসারণে করার জন্য পর্যাপ্ত কারণ খুঁজে পায়নি আইসিসি। প্রসঙ্গত, টসের সময় ভারতীয় অধিনায়কের সঙ্গে যাতে করমর্দন না করেন, তার জন্য পাকিস্তানের সলমন আঘাকে বার্তা দিয়েছিলেন পাইক্রফ্ট। প্রকাশ্যে যা বিব্রতকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্যেই এই বার্তা পাইক্রফ্ট দিয়েছিলেন সলমনকে। তবে ম্যাচের পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি। সেই আবহে পাইক্রফ্টের কাছে অভিযোগ দায়ের করে পাক ম্যানেজার। আর পাইক্রফ্টের নামে আইসিসির কাছে অভিযোগ জানায় পিসিবি। এদিকে এই বিতর্কে ম্যাচ রেফারির ভূমিকা নগণ্য ছিল বলে মত আইসিসির।